রামনগরে দুর্ঘটনা: বুলেট অটো মুখোমুখি সংঘর্ষে মৃত এক
কাছাড় জেলায় আরেকটি সড়ক দুর্ঘটনা। আজ রামনগর এলাকার আন্তঃ রাজ্য বাস টার্মিনাসের (আইএসবিটি) সম্মুখে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনায় সামসুল হক নামে এক ব্যক্তির জীবনহানি ঘটে। হক শ্রীকোনা দ্বিতীয় খণ্ড এলাকার ৪০ বছর বয়সী একজন বাসিন্দা, এবং একটি নতুন রয়্যাল এনফিল্ড (বুলেট) বাইক চালাচ্ছিলেন। বাইকে বসা অন্য যাত্রী আমিনুল হক একই এলাকার বাসিন্দা এবং আহত হয়ে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (এসএমসিএইচ) চিকিৎসাধীন।
মামলার দায়িত্বে নিযুক্ত ইন্সপেক্টর আমাদেরকে জানান যে সামসুল হককে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ‘মৃত্যুর পরে আনা হয়েছে” বলে ঘোষণা করেন এবং আমিনুলকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে রয়্যাল এনফিল্ডটি শ্রীকোণার দিকে যাচ্ছিল এবং একটি তেলের ট্যাঙ্কারকে ওভারটেক করতে গিয়ে উল্টো দিক থেকে আসা একটি অটো রিক্সাকে ধাক্কা মারে। “আমরা অটোরিকশা, তেলের ট্যাঙ্কার এবং মোটরসাইকেল জব্দ করেছি, তিনটিই একে অপরের সাথে ধাক্কা খায়,” ইন্সপেক্টর জানান।
অটোরিকশাটিতে যাত্রা করা একজন মহিলাও আহত হন কিন্তু এমন গুরুতর কিছু না হওয়ায় তিনি ঘরে চলে যান, আমাদেরকে জানান ট্রাফিক পুলিশ কর্মকর্তা। তেল ট্যাঙ্কারের নিবন্ধন সংখ্যা এ এস ১১ এসি ২৮৬১ এবং অটো রিক্সার নম্বর এএস ১১ এসি ১৭৮০।
কিছুদিন আগে সোনাবাড়ীঘাট এলাকায় একটি সেতুর ওপর নৃশংস সড়ক দুর্ঘটনা সংগঠিত হয় এবং পাঁচজন ঘটনাস্থলেই তাদের প্রাণ হারান। শিলচর এবং কাছাড় জেলার অন্যান্য স্থানে সড়ক দুর্ঘটনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে এবং ট্রাক, ট্যাঙ্কার ও সুমো প্রায় সব ক্ষেত্রেই জড়িত। এই সড়ক দুর্ঘটনাগুলির পিছনের কারণটি কি? এটি দায়িত্বহীন ড্রাইভিংয়ের জন্য না সড়কগুলির সাম্প্রতিক উন্নতির কারণে। সড়কগুলি এখন যেমন ভালো অবস্থায় আছে সেটা আগে ছিল না।
যাই হোক না কেন নিরাপদ গাড়ি চালানোটাই ভালো। তাই আমরা রাস্তায় সব চালক/ রাইডারকে দায়িত্ব ও নিরাপদে যানবাহন চালানোর অনুরোধ জানাই। স্যামসুল হকের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করি এবং তাঁর আত্মার শান্তি কামনা করি আমরা।
Comments are closed.