সুষ্ঠুভাবে সম্পন্ন হলো করিমগঞ্জের চার কেন্দ্রে পুনর্নির্বাচন, ভোট পড়ল ৬৭.২৫ শতাংশ
সুষ্ঠুভাবে সম্পন্ন হলো করিমগঞ্জের চার কেন্দ্রে পুনর্নির্বাচন, ভোট পড়ল ৬৭.২৫ শতাংশ
করিমগঞ্জ তফসিলি সংরক্ষিত সংসদীয় কেন্দ্রের চারটি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল আজ বিকেল পাঁচটায়। ভোট দানে উৎসাহ পরিলক্ষিত হলেও শতাংশের হিসাবে মাত্র ৬৭.২৫ । ভোটদান শুরু হয়েছিল সকাল সাতটায়, শেষ হয় বিকেল পাঁচটায়।
যে কেন্দ্রগুলোতে আজ ফের ভোট গ্রহণ করা হলো সেগুলো হলো ১০৫ বাটইয়া এলপি স্কুল (দক্ষিণ) ১৩৪ নং গন্ধর্বখানি এলপি স্কুল, ১৫২ নং আতানগর এলপি স্কুল (দক্ষিণ) এবং ১৫৩ নং আতানগর এলপি স্কুল (বাম)। এই কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে জোনাল ম্যাজিস্ট্রেট জনাব অফিসার ও সেক্টর অফিসার নিয়োগ করা হয়।
বিভিন্ন অভিযোগ ও অনিয়মের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এই কেন্দ্রগুলোতে নতুন ভাবে ভোট নেওয়ার নির্দেশ দেয়। এই চারটি কেন্দ্রের এলাকায় আজ সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়।
Comments are closed.