Also read in

একই দিনে অবসর গ্রহণের রেকর্ড , সামিল হলেন বরাক উপত্যকার বিএসএনএল কর্মীরাও

বরাক উপত্যকার তিন জেলা ও ডিমা হাসাওয়ের ১৭৪ জন বিএসএনএল কর্মী শুক্রবার স্বেচ্ছায় অবসর গ্রহণ করলেন। এখানে উল্লেখ করা যেতে পারে, সারা দেশজুড়ে ৭৮ হাজারেরও বেশি বিএসএনএল কর্মী একই দিনে অবসর গ্রহণ করেছেন।

বিএসএনএল এ ইতিমধ্যে স্বেচ্ছা অবসর প্রকল্প ঘোষণা করা হয়েছে। ঘোষণা করা হয়েছিল, ৫০ বছর কিংবা তার অধিক বয়সের কর্মীরা স্বেচ্ছায় অবসর নিতে পারেন। অবসরপ্রাপ্তরা পেনশন, এক্স গ্র্যাসিয়া সহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। তাছাড়া তারা ৪০ মাসের বেতনের একটা অংশ এককালীন পাবেন। কেন্দ্র তাদের পুনর্বাসনেরও ব্যবস্থা করছে।জানা গেছে, বিএসএনএল এর পোস্ট পেড ও প্রি-পেড সিম বিক্রি এবং মোবাইলের মাধ্যমে রিচার্জের পরিষেবা দেওয়ার কাজে এই অবসরপ্রাপ্ত কর্মীদের কাজে লাগানো হবে।

উল্লেখ্য, শিলচরে ১৭৪ জন অবসর গ্রহণকারীদের মধ্যে এক্সিকিউটিভ স্তরের কর্মচারি রয়েছেন ২১জন এবং বাকিরা রয়েছেন আরও বিভিন্ন স্তরের। সদরঘাট বিএসএনএল কার্যালয়ে শুক্রবার বিকেলে বিদায়ী কর্মচারীদের নিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিলচর শাখার ডিজিএম রমেশ রাজ এভাবে অবসর গ্রহণ করায় বিএসএনএল কর্মীদের সাধুবাদ দিয়েছেন। বিএসএনএল’কে ভালবাসেন বলেই তারা স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছেন।দুর্দিনের সময় কোম্পানি যখন তার কর্মীদের কাছে সাহায্য চেয়েছে তখন কর্মচারীরা সত্যিকার অর্থে সাহায্য করেছেন। একটা বয়সের পর স্বেচ্ছায় অবসর গ্রহণ করার জন্য তাদের কাছে আমাদের আবেদন ছিল। আর্থিক দিক দিয়ে ভেঙ্গে পড়া বিএসএনএলের এই স্বেচ্ছা অবসর প্রকল্পের আবেদনে কর্মচারিরা সাড়া দিয়েছেন।

Comments are closed.