Also read in

সোনাপুরে লুভা নদীর উপরের সেতুর সংস্কার : শিলচর - গুয়াহাটি রাস্তায় যানবাহন চলাচল ব্যাহত

শিলচর- গুয়াহাটি জাতীয় সড়কে মেঘালয়ের সোনাপুরে লুভা নদীর উপরের আরসিসি সেতু মেরামতের জন্য শুক্রবার থেকে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সেখানকার প্রশাসন। ইস্ট-জয়ন্তিয়া হিলসের ডেপুটি কমিশনার এক আদেশে জানিয়েছেন, লুভা নদীর উপর সেতুর মেরামতির কাজ কবে পর্যন্ত শেষ হবে তার নিশ্চয়তা নেই। তবে প্রতিদিন ১২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে ওই সড়কে। ফলে জোয়াই রাতাছড়া জাতীয় সড়কে সব ধরনের যান চলাচলে কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

জেলাশাসকের নির্দেশে বলা হয়েছে, শুক্রবার অর্থাৎ আজ সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত সেতু মেরামতের কাজ হবে। ৬ ঘণ্টার ওই সময়ে সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখা হবে। দুপুর একটা থেকে চারটা পর্যন্ত যান চলাচলে ছাড় দেওয়া হবে। তবে আবার বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত ছ’ঘণ্টা সেতুর কাজ চলবে। রাত দশটা থেকে পরদিন সকাল সাতটা পর্যন্ত ন’ঘণ্টা যান চলাচল করতে দেওয়া হবে। এই নিয়ম চলবে যতদিন না লুভা সেতুর মেরামত কাজ সম্পন্ন হয়। ফলে বরাক উপত্যকা সহ ত্রিপুরা, মিজোরামের যানবাহন গুলির যাতায়াতে বিঘ্ন ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মেঘালয় পূর্ত বিভাগের এক সূত্র থেকে জানা গেছে, ক্রমাগত ভারী যানবাহন চলাচলের কারণে লুভা নদীর উপরের সেতুর নিচের অংশ বেশ দুর্বল হয়ে পড়েছে। সত্বর এই সেতুর মেরামতির কাজ না হলে যে কোনও মুহূর্তে সেতুটি ভেঙে পড়তে পারে। প্রায় মাস খানেক আগে সেতুর এই ভগ্নদশা নজরে আসে প্রশাসনের। তারপরই তড়িঘড়ি প্রশাসনিক বিভিন্ন কাজকর্ম সেরে কাজ শুরুর দিন ধার্য করা হচ্ছে শুক্রবার। এক সূত্র থেকে জানা গেছে, সোনাপুরের লুভা নদীর উপরের এই গুরুত্বপূর্ণ সেতুটি মেরামত করতে সাত আট দিন সময়ের প্রয়োজন। পরিস্থিতি বিবেচনায় মেরামত কাজের সময়সীমা আরও বাড়ানো হতে পারে।

Comments are closed.

error: Content is protected !!