![](https://barakbulletin.com/wp-content/uploads/2021/06/Subodh-Pandi-750x430.jpg)
কোভিড উপসর্গ নিয়ে চলে গেলেন বরাক উপত্যকার বরিষ্ঠ পন্ডিত সুবোধ চন্দ্র ভট্টাচার্য
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সম্প্রতি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন বরাক উপত্যকার অন্যতম বরিষ্ঠ পুরোহিত তথা পন্ডিত সুবোধ চন্দ্র ভট্টাচার্য।
৮৬-বছর-বয়সে শনিবার বিকেল ৪ টা ১৫ মিনিটে হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। হাসপাতালের পক্ষ থেকে সহকারী অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত খবরটি জানিয়েছেন ।
ভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় ১৯ জুন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানে তাকে ক্রিটিক্যাল কেয়ারে রাখা হয় এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। একই সঙ্গে তার স্ত্রী এবং কন্যাও ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু তারা গতকাল সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শনিবার সকালে তাকে অত্যন্ত সংকটজনক অবস্থায় মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। ডাঃ ভাস্কর গুপ্ত জানিয়েছেন, তার অক্সিজেনের মাত্রা দ্রুত নামতে থাকে এবং চিকিৎসকরা নানানভাবে চেষ্টা করেও পরিস্থিতি স্বাভাবিক করতে পারেননি।
সুবোধ চন্দ্র ভট্টাচার্যের বাড়ি মালুগ্রাম এলাকার মহাপ্রভু সরণিতে। বহু বছর ধরে তিনি একজন বরিষ্ঠ পন্ডিত এবং পুরোহিত হিসেবে এলাকায় প্রসিদ্ধ। তার অনুগতরা শিলচর শহর ছাড়াও বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছেন। স্ত্রী সুপ্রীতি ভট্টাচার্য্য, তিন কন্যা রত্না ভট্টাচার্য, মিত্রা ভট্টাচার্য এবং শান্তা ভট্টাচার্য, নাতনি সুচিত্রা ভট্টাচার্য সহ অসংখ্য গুণমুগ্ধকে রেখে গেছেন তিনি।
বরাক উপত্যকায় যে বিধিতে পুজোআর্চা হয়, সেটা গড়ে ওঠার ক্ষেত্রে অভিভাবকের মতো কাজ করেছেন সুবোধ চন্দ্র ভট্টাচার্য। অনেকেই তার কাছ থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে পন্ডিত হয়েছেন। তার মৃত্যুতে সমাজের বিভিন্ন স্তরে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি শুধুমাত্র একজন পুরোহিত ছিলেন না বরং শাস্ত্রীয় জ্ঞানে নিজেকে পন্ডিত হিসেবে উন্নীত করেছিলেন। শাস্ত্রীয় বিষয়ক ব্যাপারে যখনই কোনও জায়গায় দ্বিমত দেখা দিত, তখন বরিষ্ঠ পুরোহিতেরা তার পরামর্শ নিতেন এবং তিনি যেটা বলতেন সেটাই হতো শেষ কথা। একজন স্বচ্ছ ব্যক্তি হিসেবে আজীবন নিজের ছবি অক্ষুণ্ন রেখেছেন তিনি।
যেহেতু করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার আগেই তার মৃত্যু হয়েছে, ফলে শেষকৃত্য সম্পন্ন হবে কোভিড প্রটোকলে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
Comments are closed.