চলে গেলেন কিংবদন্তি শিক্ষক জগদীশ চক্রবর্তী
পথ দুর্ঘটনার শিকার হয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক জগদীশ চক্রবর্তী আজ সকালে অসংখ্য গুণমুগ্ধদের রেখে চলে গেলেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল রাত প্রায় দশটা নাগাদ শিলচর দেবদূত মেট্রো বাজারের সামনে এক পথ দুর্ঘটনার সম্মুখীন হন এই বর্ষীয়ান শিক্ষক। সাথে সাথে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭-৪৬ মিনিটে তিনি পরলোক গমন করেন।
তিনি অধরচাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পদার্থ বিদ্যার শিক্ষক ছিলেন। পরবর্তীতে রামানুজ গুপ্ত জুনিয়র কলেজে শিক্ষকতা করেন। শিক্ষক হিসেবে খুবই দক্ষ জগদীশ স্যারের অনেক মেধাবী ছাত্র আজ দেশ বিদেশে প্রতিষ্ঠিত।
গত সোমবার তিনি বেঙ্গালুরু থেকে শিলচরে এসেছিলেন। তার এই প্রয়াণে ছাত্র-শিক্ষক-অনুরাগী মহলে শোকের ছায়া নেমে এসেছে।
Comments are closed.