শিলং রোডে পূর্ণোদ্দমে চলছে মেরামত
শিলং রোডের মেরামত কাজ পুরোদমে চলছে। নির্মাণ কাজের অগ্রগতি খুবই ইতিবাচক এবং এতে মনে হচ্ছে এটি শীতকালের মধ্যে প্রস্তুত হয়ে যাবে।
দিগরখাল থেকে সোনাপুর এখনও ঝুঁকিপূর্ণ এবং আগামী দিনগুলিতে এই সড়কের প্রতি বিশেষ নজর দেওয়া হবে।
সড়কটি একবার ভালভাবে প্রস্তুত হলে, বরাক উপত্যকায় বসবাসকারীরা আরামে ভ্রমণ করতে সক্ষম হবেন, পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করতে পারবেন।
Comments are closed.