
পাটকাঠির আঁশ দিয়ে দিল্লির অক্ষরধাম মন্দির,লন্ডনের টেমস নদীর উপর সেতু: উদারবন্দ কালিবাড়ি রোড দুর্গাপূজার এবারের বিস্ময়
উদারবন্দ কালীবাড়ি রোডের দূর্গা পূজা মানেই এক নতুন চমক! নতুনত্বের সম্ভার! এমন ধারণা অনেকেরই। আর ধারণাটা যে অমূলক নয়, তার প্রমাণ বারবারই পাওয়া যাচ্ছে।এবারও এর ব্যতিক্রম নয়! থাকবে নতুনত্বের ছোঁয়া! থাকবে বিশেষ আকর্ষণের সম্ভার! এমনটাই দাবি উদারবন্দ কালিবাড়ি রোড পূজা কমিটির।
দিল্লির অক্ষরধাম মন্দির এবং লণ্ডনের টেমস নদীর উপর সেতু হচ্ছে এবারের বিশেষ আকর্ষণ। পাটকাঠির আঁশ দিয়ে তৈরি করা হচ্ছে দিল্লির অক্ষরধামের আদলে মন্দির। মন্ডপের ভেতরেও অক্ষরধাম মন্দিরের আদলে আলোকসজ্জার ব্যবস্থা থাকছে।এখানেই শেষ নয়, মন্দিরের বাইরে তৈরি করা হচ্ছে লন্ডনের টেমস নদীর উপর সেতু। সেতুর উচ্চতা হবে ১১০ ফুট ও প্রস্থে হবে ৫৫ ফুট। এই সেতু দিয়েই অক্ষরধাম মন্দির অর্থাৎ পুজোমণ্ডপে প্রবেশ করবেন দর্শনার্থীরা। মন্ডপের ভেতরে প্রবেশ করেও দর্শনার্থীদের জন্য থাকবে বিশেষ আকর্ষণ। মণ্ডপের ভেতরে ফুটিয়ে তোলা হচ্ছে প্রাকৃতিক দৃশ্য। ভেতরটাকে প্রাকৃতিক করে তুলতে জীবন্ত পাখির ব্যবস্থা রাখা হচ্ছে। এখানে উল্লেখ করা যেতে পারে, গত বছর এই পুজো কমিটি মাছ দিয়ে মন্ডপের ভেতরে কারুকার্য করেছিল।
জানা গেছে, প্রতিমায়ও রয়েছে নতুনত্বের ছোঁয়া। বিভিন্ন ধরনের ধান দিয়ে প্রতিমা তৈরি করা হচ্ছে। প্রতিমার উপরে থাকবে কৃত্রিম পাখি। আলোকসজ্জার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। কলকাতার শিল্পী প্রদীপ ভূঁইয়া, চন্দন মাঝি ও আনন্দ রাজবংশী মন্ডপ, সেতু ও প্রতিমা তৈরি করছেন। তাদের সঙ্গে রয়েছেন ৪৮ জন শিল্পী।
এবারে মন্ডপের ভেতর গত বছরের তুলনায় আরো বড় করা হচ্ছে বলে জানা গেছে। দর্শনার্থীদের সুবিধার্থে মন্ডপের প্রস্থ এবার ৯৫ ফুট করা হচ্ছে। এখানে উল্লেখ করা যেতে পারে, গত বৎসর মন্ডপের প্রস্থ কম থাকায় দর্শনার্থীদের প্রতিমা দর্শনে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। জানা গেছে, এবারও পূজা কমিটি দর্শনার্থীদের প্রবেশ মূল্য হিসেবে কুপনের ব্যবস্থা রাখবে। গতবছর দর্শনার্থীদের জন্য ৫০ টাকা ও ১০০ টাকার কুপনের ব্যবস্থা ছিল। তবে গত বছরের সংগৃহীত এই টাকা দিয়ে দরিদ্র জনসাধারনের জন্য একটি ভবন তৈরি করা হচ্ছে।এবারও কুপনের ব্যবস্থা রাখা হয়েছে, কারণ এর থেকে প্রাপ্ত টাকা দিয়ে সেই ভবনটির কাজ শেষ করা হবে। তবে প্রতিবন্ধী ও প্রবীণ নাগরিকদের কোনও প্রবেশমূল্য লাগবে না।
এখানে উল্লেখ করা যেতে পারে, উদারবন্দ কালিবাড়ি রোড দূর্গাপূজা বিগ বাজেটের পুজোর মধ্যে অন্যতম। প্রতিবছর পুজো দেখতে মানুষের ঢল নামে এই পুজো মণ্ডপে। উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ একত্রিত হন এই পুজো দেখতে। এবারেও দূর্গা পূজার আয়োজকদের আয়োজন দেখে বলা যায়, এ বছরও এর ব্যতিক্রম হবে না। দর্শনার্থীদের হতাশ না করতে প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন আয়োজকরা। দর্শনার্থীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন উদারবন্দ কালীবাড়ির এবারের পুজোর চমক দেখার জন্য।
Comments are closed.