Also read in

লালপানির হিংসা যাতে ছড়িয়ে না পড়ে, তাই সমগ্র হাইলাকান্দি জেলায় ১৪৪ ধারার অধীনে নিষেধাজ্ঞা

সমগ্র হাইলাকান্দি জেলায় জারি করা ১৪৪ ধারার অধীনে বিভিন্ন বিধিনিষেধ। গতকাল লালপানি এলাকার এক কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করার পর এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছিল।

এই বিধিনিষেধের ফলে সরকারী অফিস, বাণিজ্যিক প্রতিষ্ঠান বা রাস্তাঘাটে কোন ধরনের পিকেটিং করা চলবেনা। আগ্নেয়াস্ত্র বা কোনও ধরনের বিস্ফোরক নিয়ে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি প্রকাশ্য স্থানে, রাস্তাঘাটে, বাস স্টেশনে বা রেলওয়ে স্টেশনে বাজি পটকা ফাটানোও নিষিদ্ধ।

সরকারি-বেসরকারি অফিস, বাণিজ্যিক প্রতিষ্ঠানের দেওয়ালে বা যানবাহনে কোনও ধরনের পোস্টারিং নিষিদ্ধ। অনুমতি ছাড়া কোনও ধরনের লাউড স্পিকার ব্যবহার করা যাবেনা। তবে, এই বিধিনিষেধ সরকারি কাজে নিয়োজিতদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এই প্রসঙ্গে বরাক বুলেটিনের সাথে কথা বলতে গিয়ে হাইলাকান্দি জেলার উপয়ুক্ত মেঘ নিধি দাহাল বলেছেন, “ঘটনা যাতে অন্যান্য অঞ্চলে ছড়িয়ে না পড়ে, সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই বিধি-নিষেধ জারি করা হয়েছে”।

উল্লেখ্য, গতকাল বুধবার হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অধীন লালপানি এলাকায় অভিজিৎ নাথ নামক এক কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ওই এলাকারই দুই যুবক।

গুরুতর আহত অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উন্নততর চিকিৎসার জন্য আজ তাকে গুয়াহাটিতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

Comments are closed.