Also read in

"কাগজ কলের চিমনি দিয়ে যতদিন না ধোয়া উঠবে ততদিন চলবে আন্দোলন", এবার মুখ্যমন্ত্রীর সফরে মানব শৃঙ্খল

 

রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল পঞ্চায়েত নির্বাচনে বরাক সফরে এলে পাঁচগ্রাম-ধলেশ্বরী রোডে তাকে জোরদার বিক্ষোভ দেখাবে এইচপিসি পেপার মিল রিভাইভ‍্যাল অ‍্যাকশন কমিটি। রবিবার শিলচরে এক জরুরী সাংবাদিক বৈঠক ডেকে এ কথা জানিয়ে দেন অ্যাকশন কমিটির আহ্বায়ক মানবেন্দ্র চক্রবর্তী।

 

কাছাড় ও নগাওঁ কাগজ কল পুনরুজ্জীবনের দাবিতে শীঘ্রই আরো ভয়ঙ্কর আন্দোলনে নামছে পেপারমিল রিভাইভ‍্যাল অ‍্যাকশন কমিটি। এ কথা জানিয়ে মুখ্য আহ্বায়ক মানবেন্দ্র চক্রবর্তী বলেন, কাছাড় ও নগাও পেপার মিল পুনরুজ্জীবনের দাবিতে যে রিভাইভ‍্যাল প্যাকেজ দাবি করা হয়েছে এর ফাইল দীর্ঘদিন ধরে পড়ে আছে প্রধানমন্ত্রীর দপ্তরে, কোন পদক্ষেপ নিচ্ছেনা কেন্দ্র সরকার। এ অবস্থায় গত ২২শে নভেম্বর বরাক বন্ধ ডেকে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া মিললেও সরকারকে টলানো যায়নি। ফলে নতুনভাবে আরো তীব্রতর আন্দোলনে নামা ছাড়া উপায় নেই তাই সিদ্ধান্ত অনুযায়ী এবার প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী কে বর্জনের ডাক দেওয়া হয়েছে। প্রথম ধাপ হিসেবে সর্বানন্দ সোনোয়ালের পঞ্চায়েত নির্বাচনী বরাক সফরের সময় পাঁচগ্রাম ধলেশ্বর রোডে মানব শৃংখল তৈরি করে প্রতিবাদ ও বিক্ষোভ দেখানো হবে।

 

ক্ষোভ উগরে দিয়ে মুখ্য আহ্বায়ক মানবেন্দ্র চক্রবর্তী এদিন বলেন হাতে গুনে শেষ হবে না প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে কাগজ কল পুনরুজ্জীবনের দাবিতে কতবার স্মারকপত্র, ধরনা দেওয়া, বিক্ষোভ দেখানো, এসব হয়েছে। একই সঙ্গে সরকারের তরফে বহুবার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীও; কিন্তু সবই ছিল ভাওতা ও মিথ্যে আশ্বাস। তাই এবার সিদ্ধান্ত হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের সময়ে রিভাইভ‍্যাল অ্যাকশন কমিটির উদ্যোগে দিল্লিতে জোরদার ধরনা ও বিক্ষোভ দেখানো হবে। এছাড়া কাগজ কলের যেসব কর্মীর বেতন না পেয়ে মৃত্যু হয়েছে এবং যারা আত্মহত্যা করেছেন, তাদের বাড়ির এলাকাসহ পাঁচগ্রাম টাউনশিপ এলাকায় কর্মী পরিবারের সবাইকে নিয়ে শীঘ্রই শুরু হবে লাগাতার মোমবাতি নিয়ে শোক মিছিল। তিনি জানিয়ে দিয়েছেন আমাদের একটাই কথা, পাঁচগ্রাম কাগজ কলের চিমনি দিয়ে যতদিন না ধোয়া উঠবে, ততদিন পর্যন্ত চলবে লাগাতার আন্দোলন। পাঁচগ্রাম কাগজ কলের পুনরুজ্জীবন করতেই হবে প্রধানমন্ত্রীকে, সঙ্গে কর্মীদের বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে- মিটিয়ে দিতে হবে প্রভিডেন্ট ফান্ডের বকেয়া অর্থ।

 

তবে মুখ্যমন্ত্রী নির্বাচনী সফরে ৫ ডিসেম্বর আসছেন জেনে ও রিভাইভ‍্যাল অ‍্যাকশন কমিটি কেন বিক্ষোভের তারিখ ঘোষণা করল না, এই প্রশ্নের উত্তরে মানবেন্দ্র চক্রবর্তী বলেন, নমামি বরাকের অভিজ্ঞতা থেকেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ দিনক্ষণ ঘোষণা করে দিলে মুখ্যমন্ত্রীর সফর এগনো বা পিছানো হতে পারে, নমামি বরাকের সময় এমনটা হয়েছিল। তাই এবার সিদ্ধান্ত হয়েছে মুখ্যমন্ত্রী যেদিন আসবেন সেদিনই হবে বিক্ষোভ দেখানো হবে।

 

এদিকে কাগজ কল কর্মীদের পরিবারবর্গ পৃথকভাবে দিল্লিতে গিয়ে একই দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কর্মসূচি নিয়েছেন। তাহলে একই ইস্যুতে পৃথক পৃথক আন্দোলন কেন, এই প্রশ্নে মানবেন্দ্র চক্রবর্তী বলেন, কাগজ কল বাচানোর দাবিতে যেখানে যারা আন্দোলন করবেন তাদেরই আমরা স্বাগত জানাই। এমন কি সবার একযোগে আন্দোলন করার জন্য খোলা রয়েছে দরজা ।

 

সঙ্গে আহ্বায়ক বাহারুল ইসলাম বড়ভূঁইয়া যোগ করেন বরাক উপত্যকার ইতিহাসেই রয়েছে যে, যখনই কোন দাবিতে গণ আন্দোলন সংঘটিত হয়েছে, তখনই সমান্তরালভাবে গড়ে উঠেছে প্রতিক্রিয়াশীল আন্দোলন। তাই বিষয়টি নিয়ে সতর্ক থাকতে হবে সবাইকে যাতে দাবি আদায়ে ভেস্তে না যায়। অবশ্য তারা বলেছেন, কোন সংগঠন কাগজ কল নিয়ে আন্দোলন করে দাবি আদায়ে সক্ষম হলে সবার আগে আমরা এগিয়ে গিয়ে তাদের স্বাগত জানাব। কিন্তু আমরা আর প্রতিশ্রুতিতে ভুলবো না। দাবি অনুযায়ী রিভাইভ‍্যাল প্যাকেজ ঘোষণা সহ কর্মীদের বেতন দিতে হবে,দিতে হবে প্রভিডেন্ট ফান্ডের টাকাও। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দীপক চন্দ্র নাথ, আজিজুর রহমান মজুমদার, জহর গাঙ্গুলী এবং সাহেদ আলম বড় লস্কর।

Comments are closed.