কাগজ কল বাঁচাতে কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রীর কাছে রাজদীপ রায়, কৃপানাথ মালারা
কিছুদিন আগে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে অনুরোধ জানিয়েছিলেন আসামের বন্ধ হয়ে থাকা কাগজ কল দুটো পুনরুজ্জীবনের জন্য। কাগজ কল বাঁচানোর আর্জি নিয়ে এবার আসামের কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের মন্ত্রী তথা নবনির্বাচিত সাংসদরা আজ এক মেমোরেন্ডাম তুলে দিলেন কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী আরবিন্দ গনপত সাওন্তের হাতে।
শিলচরের সাংসদ রাজদীপ রায়, করিমগঞ্জের সাংসদ কৃপাণাথ মালা ছাড়াও এই মেমোরেন্ডামে স্বাক্ষর করেছেন রামেশ্বর তেলি, পীযূষ হাজারিকা, তপন কুমার গগৈ, পল্লব লোচন দাস, প্রদান বড়ুয়া, কুইন ওঝা, দিলীপ শইকীয়া, হরেন সিং বে প্রমুখরা।
তারা জানিয়েছেন যে, তারা বিশ্বাস করেন হিন্দুস্তান পেপার কর্পোরেশনের এই দুটো কলকে এখনও পুনরুজ্জীবিত করা সম্ভব । কাগজ কল দুটি আবার লাভজনক হয়ে উঠতে পারে দক্ষ প্রশাসন, যন্ত্রপাতির আধুনিকীকরণ এবং নড়বড়ে আর্থিক কাঠামো সংস্কারের মাধ্যমে।
এর জন্য প্রয়োজনে কাগজ কল দুটোকে পিপিপি (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) মডেল অথবা সম্পূর্ণ ভাবে ব্যক্তিগত মালিকানায় দেওয়া যেতে পারে । এক সময় এই কাগজ কল দুটো আসামের আর্থিক উন্নয়নের মেরুদন্ড ছিল। তাই, তারা ভারী শিল্প মন্ত্রীকে অনুরোধ জানান, যথোচিত উদ্যোগ নিয়ে কাগজ কল দুটো চালু করে এই সংকট জনক অবস্থা থেকে রেহাই দিতে।
তারা উল্লেখ করেন যে, নগাওয়ের জাগীরোড কাগজ কলে বিশ্বের মধ্যে প্রথম ১০০ শতাংশ বাঁশ থেকে ক্রাফট পাল্প তৈরি হয়। একইভাবে, বরাকের তীরে গড়ে উঠা পাঁচগ্রাম কাগজ কল দক্ষিণ আসামের একমাত্র বৃহৎ শিল্প। আশির দশকের শেষদিকে গড়ে ওঠা এই দুটি শিল্প এক সময় সমগ্র এশিয়া মহাদেশে বিখ্যাত হয়ে উঠেছিল। কিন্তু পরবর্তীকালে ওয়ার্কিং ক্যাপিটালের অভাবে ক্ষতির সম্মুখীন হয় এবং বন্ধ হয়ে পড়ে। কাছাড় কাগজ কল বন্ধ হয় ২০১৫ সনের অক্টোবর মাসে আর জাগীরোড কাগজ কল মার্চ, ২০১৭ । দুটো কলের কর্মচারীরা দুই বৎসর ধরে তাদের বেতন না পেয়ে দুর্বিষহ জীবন যাপন করছেন. বর্তমানে প্রায় ১২০০ স্থায়ী কর্মচারী আছেন দুটো কাগজ কল মিলে। এই কাগজ কল দুটো বন্ধ হওয়ার ফলে শুধু কর্মচারী বা তাদের আত্মীয় স্বজনরা নন সমগ্র অঞ্চলে এক সংকটের পরিবেশ সৃষ্টি হয়েছে।
এদিকে অ্যাপিলেট ট্রাইবুনাল ও কিছুদিন আগে কাগজ কল দুটি চালু করার আদেশ দেয়, হয় আশার সঞ্চার। আজ ভারী শিল্প মন্ত্রী সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
Comments are closed.