হিন্দু মুসলিম বিচার না করে এনআরসি-ছুটদের পাশে দাঁড়ান : বদরুদ্দিন আজমল
এনআরসির চূড়ান্ত খসড়া-ছুট চল্লিশ লক্ষ অসমবাসী আজ বিপর্যয়ের মুখে। নাগরিকপঞ্জি নিয়ে যে বিপর্যয়ের মোকাবিলা করছেন সাধারন মানুষ তাতে জাত পাত, হিন্দু মুসলিম বিচার্য নয়। বিপদগ্রস্ত প্রতিটি মানুষের পাশে দাঁড়াতে সর্বশ্রেণীর শিক্ষিত যুবক যুবতীদের এগিয়ে আসার আহবান জানালেন এআইইউডিএফ সুপ্রিমো সাংসদ বদর উদ্দিন আজমল। নয় আগস্ট রাতে লালা ক্বাছিমুল উলুম মাদ্রাসায় হাইলাকান্দি জেলা জমিয়ত উলামার উদ্দ্যোগে আয়োজিত জাতীয় নাগরিকপঞ্জির সম্পুর্ন খসড়া নিয়ে এক সচেতনতা সভায় অংশ নিয়ে প্রধান অতিথির ভাষনে বদরুদ্দিন আজমল উল্লিখিত আহবান জানিয়ে বলেন, এনআরসি নিয়ে আজ গোটা অসমের বিভিন্ন ধর্ম, জাতি গোষ্ঠীর লোক সংকটে রয়েছে। তাই এই সংকটপূর্ণ সময়ে ধর্ম,জাতপাত বিচার না করে মানব জাতির সেবায় সবাইকে এগিয়ে আসা দরকার। প্রত্যেক শিক্ষিত যুবক যুবতীকে নিজ নিজ সাধ্যমত এন আর সি চূড়ান্ত খসড়া ছুটদের নাম অন্তর্ভুক্তি, সংশোধন, দাবি আপত্তি ইত্যাদি ফর্ম পূরনে সহযোগিতা করার আহবান জানান।
নাগরিকপঞ্জী নিয়ে চল্লিশ লক্ষ মানুষ বিপর্যয়ের মুখে পড়েছেন। তাই জাত পাত বিচার না করে বিপদগ্রস্ত প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়ে দাবি ও আপত্তির ফর্ম পূরনে সহযোগিতা করতে এদিন তিনি দলীয় কর্মী সমর্থকদের ও আহবান জানান। এরজন্য প্রত্যেক গ্রামে সচেতনতা সভা ও সহায়তা শিবির খুলবে জমিয়ত ও এইউডিএফ ।। তিনি বলেন, রাজ্যের চল্লিশ লক্ষ নাম ছুটদের পাশে রয়েছে জমিয়ত উলামা ও এআইইউডিএফ। এনআরসি ছুটদের মধ্যে একজন ও ভারতীয়র নাম যাতে বাদ না পড়ে, সে দিকে সতর্ক নজর রাখছে জমিয়ত- ইউডিএফ। জাতি ধর্ম নির্বিশেষে সকল প্রকৃত ভারতীয়কে ফাইনাল এন আর সি তে নাম অন্তর্ভুক্তির জন্য দাবি, আপত্তি ইত্যাদি প্রক্রিয়ায় সাহায্য করতে তিনি সর্বস্তরের কর্মীদের আহবান জানান। বদরুদ্দিন আজমল এদিন সুপ্রিম কোর্টের তত্বাবধানে চলা নাগরিকপঞ্জি নবায়ন প্রক্রিয়ার প্রতি পুর্ন আস্থা ব্যাক্ত করে বলেন, ১৯৭১ সালের ২৪ মার্চ মধ্যরাত্রি পর্যন্ত আসা নাগরিকদের পাশে রয়েছে তার দল, সংগঠন। পরবর্তী সময়ে যারা এসেছেন তাদের নাগরিকত্ব নিয়ে আপাতত কোন কিছু করার নেই।
হাইলাকান্দি জেলা জমিয়ত সভাপতি মওলানা তাজ উদ্দিন লস্করের পৌরোহিত্যে অনুষ্টিত কর্মীসভার শুরুতে এদিন চুড়ান্ত খসড়া পরবর্তী দাবি আপত্তি সংক্রান্ত প্রপত্র পূরনের নিয়মাবলী নিয়ে হাতে কলমে প্রশিক্ষন দেন দলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক আমিনুল ইসলাম। এছাড়া সভায় অন্যদের মধ্যে অসম রাজ্য জমিয়ত উলেমার সাধারন সম্পাদক, বিধায়ক মওলানা বসির আহমদ ক্বাছিমী, কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর, এ আই ইউ ডি এফ দলের হাইলাকান্দি জেলা সভাপতি আফজল হোসেন লস্কর, মওলানা মহবুব আহমেদ, দক্ষিন করিমগঞ্জের বিধায়ক আজিজ আহমেদ খান প্রমুখ অংশ নেন।।
Comments are closed.