Also read in

নদীর জল বাড়ছে, বরাকেও বন্যার পদধ্বনি, বন্ধ হল ফেরি সেবা

সমগ্র আসামে বন্যার ভয়াবহ রূপ দেখা দিয়েছে, ব্রহ্মপুত্র উপত্যকায় ইতিমধ্যে প্রায় ৯২ জনের প্রাণহানি ঘটেছে।

এই উপত্যকায় ও প্রধান নদী বরাক এবং বরাকের শাখা নদী, উপনদী গুলোর জলস্তর বেড়ে চলেছে। বরাক নদী ইতিমধ্যে বিপদসীমা অতিক্রম করেছ, বইছে ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে। আজ সকাল আটটায় স্থানীয় অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর ছিল ২০.১৩। ওই স্থানে নদীর বিপদ সূচক চিহ্ন ১৯.৮৩। বিগত ২৪ ঘন্টায় তুলনামূলকভাবে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম হলেও প্রতি ঘন্টায় এক সেন্টিমিটার করে নদীর জল বাড়ছে।

লক্ষ্মীপুরে বরাক নদীর বিপদসীমা ২৩.৮৮ , ওই স্থানে ও গতকাল বিকেলে জলস্তর ছিল ২৪.০৯ । করিমগঞ্জে কুশিয়ারা নদী ও বিপদসীমার উপরে বইছে। বরাকের উপনদী যেমন মধুরা, রুকনি প্রভৃতিও বিপদসীমার ওপর দিয়ে বইছে। অববাহিকা অঞ্চলে বেশি মাত্রায় বৃষ্টিপাত হলে নদী গুলোর জলস্তর আরো বৃদ্ধি ঘটে উপত্যকায় বন্যার প্রকট রোগ দেখা দিতে পারে।

এদিকে প্রশাসনের তরফ থেকে সমগ্র কাছাড় ও করিমগঞ্জ জেলায় গতকাল বিকেল থেকে বরাক নদীতে অভ্যন্তরীণ জল পরিবহণ নিগমের সকল ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে । ঐ আদেশে বলা হয়েছে, যেহেতু ইতিমধ্যে বরাক নদী বিপদসীমা অতিক্রম করেছে তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এবং সর্বোপরি যাত্রীসাধারণের জীবন ও সম্পত্তি রক্ষার্থে বরাক নদীতে অভ্যন্তরীণ জল পরিবহন নিগমের সব ধরনের ফেরি সার্ভিস পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে।

Comments are closed.