উধারবন্দ ভি আই পি সড়কে দুর্ঘটনা: মারা গেলেন স্কুটি আরোহী স্বাস্থ্য কর্মী মহিলা
এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ভিআইপি সড়কের শিবুর জাঙ্গাল এলাকায় নিহত হলেন এক মহিলা । হত মহিলা শালগঙ্গা এলাকার বাসিন্দা কল্যাণ ভট্টাচার্যের স্ত্রী সঙ্গীতা ভট্টাচার্য (৪০) ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায়, আজ রবিবার দুপুর দেড়টা নাগাদ ছেলের স্কুটিতে করে উধারবন্দ থেকে শালগঙ্গার বাড়িতে ফিরছিলেন ঐ মহিলা । শিবুর জাঙ্গাল এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির এক সুইফট গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটে তাদের স্কুটির; স্কুটি থেকে সড়কের উপর ছিটকে পড়েন মা ও ছেলে। আর সাথে সাথে সঙ্গীতা ভট্টাচার্যের মাথার উপর দিয়ে চলে যায় দ্রুত গতিতে চলা সেই সুইফট গাড়িটি । ছেলে কৌশিক ভট্টাচার্য (২১) অল্পবিস্তর জখম হলে ও সঙ্গীতা ভট্টাচার্যের অবস্থা সঙ্গীন হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা গুরুতর আহত সঙ্গিতা ও তার ছেলেকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন, কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে পৌছার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উধারবন্দ পুলিশ । তারা গিয়ে স্কুটিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে ।
উল্লেখ্য , সঙ্গীতা ভট্টাচার্য শালগঙ্গা মডেল হাসপাতালের একজন কর্মী ।
Comments are closed.