Also read in

পিকনিকের গাড়ির ভুল ড্রাইভিংয়ে মহাসড়কে দুর্ঘটনা, উল্টে গেল সব্জির ট্রাক

বছর শেষে এবং নতুন বছরের এই দুই দিন হাজার হাজার মানুষ পিকনিকে গেছেন। সারাবছর করোনা ভাইরাসের প্রকোপে মানুষ এসব মুহূর্ত কাটাতে পারেননি, ফলে নতুন বছরে পিকনিকে যাওয়ার সংখ্যা বেড়েছে। তবে বেশি উৎসাহিত হয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে। শুক্রবার রংপুর সংলগ্ন সড়কে ভুল রাস্তা দিয়ে ঢুকে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছিল ধোয়ারবন্দ থেকে আসা একটি পিকনিকের গাড়ি। এতে বড়সড় দুর্ঘটনা ঘটে গেছে। উল্টো দিক থেকে আসা একটি সুইফট গাড়িকে ধাক্কা দেয় পিকনিকের ম্যাজিক বাস। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে অপর দিক থেকে আসা একটি সব্জি ভর্তি ট্রাকে ধাক্কা মারে, এতে ট্রাকটি উল্টে যায়। চালক সহ কয়েকজন চোট পেলেও কারও মৃত্যুর বা গুরুতরভাবে আহত হওয়ার খবর নেই।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জোরে গান চালিয়ে অত্যন্ত দ্রুতগতিতে ভুল সাইড থেকে আসছিল ম্যাজিক বাসটি। সকাল থেকে রাস্তা দিয়ে অনেকগুলো পিকনিকের গাড়ি গেছে, তবে কেউই ভুল সাইড দিয়ে যায়নি। এই গাড়িটি কিছুটা এগিয়ে আসতেই অপর দিক থেকে আসা সাদা রঙের একটি সুইফট গাড়িকে ধাক্কা দেয়। তবে সুইফটের চালক খুব সাবধানে নিজেকে বাঁচিয়েছেন, গাড়ির সাইডের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ম্যাজিক বাস এবং ঠিক সামনেই আরেকটি সব্জি ভর্তি ট্রাককে ধাক্কা দিতে যায়। ট্রাকের চালক অনেক কষ্টে ব্রেক ধরার চেষ্টা করে, তবু সংঘর্ষ হয়, এতে ট্রাকটি উল্টে যায়। পিকনিকের গাড়িটিও অল্পের জন্য বেঁচে যায়, না হলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত, কেননা সেই গাড়িতে যাত্রীরা ছিলেন।

পিকনিক দলের সদস্যরা জানিয়েছেন, ধোয়ারবন্দ এলাকা থেকে তারা মধুরা কুয়ারি এলাকায় পিকনিকের জন্য যাচ্ছিলেন। প্রায় প্রত্যেকেই তরুণ প্রজন্মের সদস্য, নতুন বছর উপলক্ষে আগে থেকেই তাদের পিকনিকের পরিকল্পনা ছিল। তাদের কেউ গুরুতর ভাবে আহত হননি, তবে আপাতত পিকনিকের পরিকল্পনা বানচাল হয়েছে।

স্থানীয় পুলিশের দল এসে গাড়িটি আটক করে নিয়ে গেছে। এছাড়া চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের আধিকারিকরা বলেন, “মহাসড়ক হয়ে উধারবন্দ সংলগ্ন বিভিন্ন এলাকায় মানুষ পিকনিকের জন্য যান। বিশেষ করে নতুন বছরের প্রথম দিন এই সংখ্যা অনেকটা বেড়ে যায়। এদেরকে বারবার বলা হয় তারা যেন নিয়ন্ত্রিতভাবে এবং নিয়ম না ভেঙে গাড়ি চালান, কিন্তু কেউ কেউ সেটা মানেন না এবং দুর্ঘটনা ঘটে। আমরা আগামীতে এলাকায় আরও কড়া নজরদারি রাখবো এবং যারা নিয়ম ভাঙবে তাদের বিরুদ্ধে কঠোর হাতে ব্যবস্থা নেব। সৌভাগ্যবশত আজকের ঘটনায় কেউ গুরুতরভাবে আহত হননি বা মারা যাননি, তবে আরেকটু হলেই বড়োসড়ো ঘটনা ঘটে যেত।”

Comments are closed.