সড়ক দুর্ঘটনা: করিমগঞ্জে একজন পুলিশ কর্মীর মৃত্যু
করিমগঞ্জ শহর সংলগ্ন প্যাটেলনগর এলাকার কানিশাইলের কাছে আজ একটি সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবল মারা যান। নিহত পুলিশ কর্মী জয়দীপ পাল রাতাবাড়ী থানায় কর্মরত ছিলেন।
আজ জয়দীপ পাল বিভাগীয় কাজে করিমগঞ্জে গিয়েছিলেন। তিনি একটি স্কুটিতে চড়ে যাচ্ছিলেন, করিমগঞ্জ থেকে ফেরার সময় বিপরীত দিক থেকে আসা একটি অল্টো গাড়ির (AS 10E 8781) সাথে তার স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। রাতাবাড়ী থানার ওসি বরাক বুলেটিনকে এই বিষয়ে জানান।
জয়দীপ পাল গুরুতর আহত হলে তাকে প্রথমে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জয়দীপকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজে রেফার করা হয়। সাথে সাথে তাকে শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষরক্ষা হয়নি; সেখানেই তিনি অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেন ।
Comments are closed.