হাইলাকান্দির ভাইছড়ায় যাত্রীবাহী সুমো খাদে, তিন যাত্রীর মৃত্য
হাইলাকান্দির অসম- মিজোরাম সীমান্তের ভাইছড়ায় সোমবার দুপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কম করেও আর ও বারোজন।৷ প্রত্যন্ত পাহাড়ি এলাকা ভাইছড়ায় এদিন যাত্রীবাহী সুমোটি প্রায় একশো ফুট গভীর এক খাদে পড়ে যায়।
জানা গেছে , ঘাড়মুড়া থেকে ভৈরবী গামী এএস২৪ সি ৪৫৬৪ নম্বরের টাটা সুমো গাড়িটি ভাইছড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদেপড়ে। আর,এতে ঘটনাস্থলে তিন যাত্রী নিহত হন।
নিহতরা হলেন হবিব আলি, সাবুল হোসেন ও লাল দবি মিজো।
অন্যদিকে এ এদুর্ঘটনায় আহত অন্য ১২ জনকে কাটলিছড়া হাসপাতালে নিয়ে আসা হলেও জখম গুরুতর হওয়ায় তাদেরকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন কর্তব্যরত চিকিৎসকরা।
Comments are closed.