দিন দুপুরে শহরের বিবেকানন্দ রোডে ২ লক্ষ ছিনতাই
প্রকাশ্য দিবালোকে অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক জ্যোৎস্নাময় দাসের নিজের বাড়ির প্রবেশদ্বারেই ছিনতাই হলো দুই লক্ষ টাকা। এই ঘটনা নিয়ে সদর থানায় এজাহার দাখিল করেছেন দাস।
জ্যোৎস্নাময় দাস সপরিবারে বিবেকানন্দ রোডে কিডজি স্কুল ভবনের উপরের তলায় ভাড়া থাকেন। বিবেকানন্দ রোডে ১৮ নং গলিতে বাড়ি তুলছেন তিনি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী,
সকাল প্রায় সাড়ে এগারোটা নাগাদ স্টেট ব্যাঙ্কের নিউ শিলচর শাখা থেকে টাকা তুলে ছেলেকে সঙ্গে নিয়ে অটোয় চড়ে বাড়ির সামনে এসে নামেন। ছেলে বাড়ির ভেতরে চলে যায়, তিনি অটো থেকে নেমে রওনা হওয়ার সাথে সাথে বাইকে চড়ে আসা দুই যুবকের মধ্যে একজন এসে এসে তার হাতে থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে ধস্তাধস্তি হয় এবং তাকে মাটিতে ফেলে টাকা থাকা পলিথিনের ব্যাগটি ছিনিয়ে নেয় এবং মুহুর্তের মধ্যে বাইকে চড়ে ফেরার হয়ে যায়। টানাটানি, ধস্তাধস্তিতে তার পরনের কাপড়ও ছিড়ে যায়, শারীরিকভাবেও কিছুটা আহত হন। ওই ব্যাগে ব্যাঙ্কের চেকবুক এবং পাসবুক ও ছিল।
গৃহ নির্মাণের জন্য তুলে আনা টাকা ছিনতাই হওয়ায় তিনি মানসিকভাবেও ভেঙে পড়েছেন। প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে, এখন পর্যন্ত গ্রেফতারের কোন খবর নেই।
Comments are closed.