Also read in

দিন-দুপুরে রেড ক্রস হাসপাতালের সামনে থেকে পাঁচ লক্ষ টাকা চুরি

রেড ক্রস হাসপাতালের ডাক্তার শংকর ভট্টাচার্য আজ দুপুরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রধান শাখা থেকে পাঁচ লক্ষ টাকা তোলেন। টাকা তুলে তিনি নিজের গাড়িতে বসেন এবং ড্রাইভারকে বলেন রেড ক্রস হাসপাতালে নিয়ে যেতে। আদেশ অনুযায়ী ড্রাইভার গাড়িটিকে হাসপাতালে নিয়ে যায় এবং ডাক্তার বাবু গাড়ি থেকে নেমে হাসপাতালের ভেতরে চলে যান।

কিছুক্ষন পর এক ব্যক্তি এসে ড্রাইভারকে বলে গাড়ির পেছনের সিটে রাখা প্যাকেটটা দিতে বলেছেন ডাক্তার বাবু। ড্রাইভার গাড়ি থেকে নেমে প্যাকেটটি ওই অজ্ঞাত ব্যক্তির হাতে তুলে দেয় এবং ব্যক্তিটি তৎক্ষণাৎ ওখান থেকে অল্প দূরে ছুটে গিয়ে একটি বাইকে করে পালিয়ে যাই। ড্রাইভার তখন হাসপাতালে গিয়ে ডাক্তারবাবুকে বলে যে উনার পাঠানো ব্যক্তি প্যাকেটটি নিয়ে পালিয়েছে। এ শুনে শংকর ভট্টাচার্য হতচকিত হয়ে যান এবং বলেন যে তিনি কাউকে কিছু আনতে পাঠাননি |

এই ঘটনাটি আমাদের জানিয়েছেন শংকর ভট্টাচার্যের এক সহকর্মী।  ঘটনাটি আদৌ এমন ঘটেছে কি না তা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে যে শংকর বাবু ঘটনাটির ব্যাপারে রিপোর্ট করলেও এফ আই আর দায়ের করেন নি। রিপোর্টে  তিনি জানিয়েছেন যে চুরি যাওয়া প্যাকেটে পাঁচ লক্ষ টাকা ক্যাশ রাখা ছিল। পুলিশ তদন্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি আরো জানান যে পুলিশ ড্রাইভারকে থানায় জেরা করতে ডেকে পাঠিয়েছে।

ঘটনাটি কে ঘিরে অনেক প্রশ্ন উঠে আসছে, কেন শংকর বাবু এতটা টাকা গাড়িতে ছেড়ে গেলেন? নিজের সাথে তিনি কেন টাকা নিয়ে যান নি? ড্রাইভার  কি সত্যি কথা বলছে না ও নিজেও চক্রান্ততে সামিল? প্রশ্ন গুলো আপাতত প্রশ্নই থেকে যাচ্ছে, আশা করা যেতে পারে যে পুলিশ তদন্ত চালিয়ে সব প্রশ্নের সমাধান শীঘ্রই খুঁজে বের করবে।     

 

Comments are closed.