৬ নং জাতীয় সড়ক এবং শিলচর-কালাইন সড়কে ডাকাতি, গ্রেপ্তার রিয়াজ উদ্দিন
বিভিন্ন ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হল রিয়াজ উদ্দিনকে। ৬ নং জাতীয় সড়ক এবং শিলচর-কালাইন সড়কে সংঘটিত বিভিন্ন ডাকাতির ঘটনায় জড়িত রয়েছে রিয়াজউদ্দিন, এমনটাই পুলিশের কাছে তথ্য। ধৃত ব্যক্তির বাড়ি বিহারা ষষ্ঠ খন্ডের তিনটিকরি গ্রামে।
বিগত কিছুদিন ধরেই ৬ নম্বর জাতীয় সড়কের কাটিগড়া থানা এলাকায় এবং শিলচর কালাইন সড়কের বিভিন্ন নির্জন স্থানে রাস্তায় অবরোধ সৃষ্টি করে রাতের বেলা যানবাহনে ডাকাতি চলছিল। গাড়ি থামিয়ে যাত্রীদের মারপিট করে নগদ অর্থ সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী হাতিয়ে নেয় এই ডাকাত দল। তাই বেশ কিছুদিন ধরে হন্যে হয়ে এই ডাকাত দলের সন্ধানে ছিল পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে এক অভিযান চালিয়ে হিলাড়ি এলাকা থেকে বৃহস্পতিবার ফইজুর রহমানের পুত্র রিয়াজউদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয় কাটিগড়া পুলিশ। ধৃত ডাকাতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। গ্রেফতারের পর কাটিগড়া থানার ওসি নিমাই চাঁদ সিনহা সংবাদমাধ্যমকে এই তথ্য জানান ।
রিয়াজ উদ্দিনের গ্রেফতারের ফলে পুরো দলকে ও গ্রেফতার করা সম্ভব হবে হবে, এমনটা আশা করছে পুলিশ।
Comments are closed.