মহাসড়কের জিরো পয়েন্টে সুদৃশ্য পার্কের সূচনা, দায়িত্বে রোটারি ক্লাব
মহাসড়কের জিরো পয়েন্টে ক্লক টাওয়ার পার্কের উদ্বোধন করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এই অঞ্চলে অন্ধকরের সুযোগ নিয়ে নানা ধরনের অসামাজিক কার্যকলাপের খবর ছিল। এবার যথাযথ আলোকসজ্জা এবং সৌন্দর্যায়নের মাধ্যমে ডিসি অফিসের সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠিত এই ক্লক টাওয়ার অঞ্চলে গড়ে উঠছে সুদৃশ্য পার্ক, দায়িত্ব নিয়েছে রোটারি ক্লাব, গ্রেটার শিলচর।
গত দুমাস আগে দায়িত্ব পাওয়ার পর থেকে পার্কটির সৌন্দর্য বৃদ্ধিতে হাত বাড়িয়ে দিয়েছে রোটারি ক্লাব। পুরো অঞ্চলটিকে বিভিন্ন প্রজাতির গাছ ও ফলের চারা রোপন করে পার্কটির শ্রী বৃদ্ধি করেছে। তিনটি ইলেকট্রিক পোল এবং আটটি ফ্লাড লাইটের মাধ্যমে আলোকিত করে তোলা হয়েছে এই পার্ক।
পার্কের উদ্বোধন করে গতকাল বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি তার বক্তব্যে বলেন, গত দু’বছর ধরে জেলার বিভিন্ন প্রান্তে উন্নয়নমূলক কাজে হাত দিয়েছে রোটারি ক্লাব, গ্রেটার শিলচর। তাদের হাত ধরে শিলচরের এই পার্কেরও অনেক শ্রীবৃদ্ধি হবে বলে তিনি আশা করেন। ক্লাব সভাপতি জয়জিৎ বিশ্বাস বলেন, একজন স্থায়ী লোক রাখা হয়েছে যাতে করে গাছগুলোর যত্ন ও পার্কের ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা যায়। তাছাড়া, শিলচর কুম্ভীরগ্রাম ভিআইপি রোডে এসার পেট্রল পাম্প থেকে রংপুর আউটপোস্ট পর্যন্ত পাঁচশোরও বেশি বৃক্ষ রোপন করা হয়েছে। আগামীতেও পার্কটির শ্রী বৃদ্ধির জন্য অনেক পরিকল্পনা রয়েছে তাদের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়খলার বিধায়ক কিশোর নাথ, সোনাইর বিধায়ক আমিনুল হক লস্কর, কাছাড়ের জেলা শাসক লায়া মাদ্দুরী, রোটারি ক্লাব সভাপতি জয়জিৎ বিশ্বাস, সম্পাদক রজত দেব, এ বিশ্বাস, অভিজিৎ সাহা, সুভাষ ধর, বুধমল বৈদ, মনোজ জৈন, পিনাকপাণি নাথ প্রমুখ।
Comments are closed.