Also read in

স্টেট ব্যাঙ্কের গ্রাহকের কাছ থেকে ৩ লক্ষ টাকা ছিনিয়ে নিল কালো পালসার আরোহী দুষ্কৃতি ; তদন্ত শুরু করেছে পুলিশ

শিলচরে ফের সক্রিয় ছিনতাইকারীদের চক্র। আবারো তারা প্রকাশ্য দিবালোকে শহরের কেন্দ্রস্থলে এক মহিলার ৩ লক্ষ টাকা সহ ব্যাগ ছিনতাই করে পালিয়ে যেতে সক্ষম হলো। কাছাড় পুলিশ এক বছর আগে যে ছিনতাই চক্র ফাঁস করার কৃতিত্ব নিয়েছিল, তারা এখন আবার অসহায়।

আজ দুপুরে কাছাড় জেলার বাঁশকান্দি এলাকার গোবিন্দপুরের বাসিন্দা সামিরুন্নেসা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শিলচর শাখায় যান। তিনি তার অ্যাকাউন্ট থেকে ৩,০০,০০০ টাকা তুলতে ক্যাশ কাউন্টারে যান। তার দুই ভাগ্নে তার সাথে ছিল ; টাকা তোলার পর তিনি দুপুর ২টা নাগাদ ব্যাঙ্কের বাইরে চলে আসেন।

“আমার গাড়িটি রাস্তার উল্টোদিকে পার্ক করা ছিল এবং আমি রাস্তা পেরিয়ে গাড়ির দরজার কাছে পৌঁছানোর সময় একটি কালো মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত আমার পাশে বাইক নিয়ে এসে আমার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুতবেগে চলে যায়। আমি সাথে সাথে জোর গলায় চিৎকার করি এবং আশেপাশের লোকজন তাদের পিছু ধাওয়া করার চেষ্টা করলেও ধরতে পারেনি। ব্যাগটিতে তিন লক্ষ টাকা ছিল, যা আমি সবেমাত্র তুলে নিয়েছিলাম,” বলেন সামিরুন্নেসা।

শহরের প্রাণকেন্দ্রে ঘটে যাওয়া এই ঘটনার খবর পেয়ে জেলা পুলিশ সদর দপ্তর থেকে কাছাড় জেলার অতিরিক্ত এসপি সুব্রত কুমার সেন ঘটনাস্থলে যান। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি ব্যাঙ্কের সিসি টিভি ফুটেজ পরীক্ষা করে বিষয়টি তদন্ত শুরু করেন।

বারাক বুলেটিনের সাথে কথা বলার সময়, অতিরিক্ত এসপি সেন বলেছেন, “উক্ত ঘটনাটি ব্যাঙ্ক প্রাঙ্গনের বাইরে ঘটেছে এবং জানা গেছে যে দুর্বৃত্তরা একটি কালো মোটরসাইকেলে চড়ে এসেছিল। আমরা তদন্ত শুরু করেছি।”

বরাক উপত্যকায় টাকা ছিনতাই করার ঘটনার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে দুইজন দুষ্কৃতি কালো পালসার বাইকে চড়ে এসে ছিনতাই চালিয়ে ছিল; এবারও তার ব্যতিক্রম হয়নি।

এখানে উল্লেখ করা দরকার যে ছিনতাইকারীরা ২০১৯-২০ সালে শিলচর শহরে এই ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটিয়ে ত্রাসের সঞ্চার করেছিল । বাইক-বাহিত দুর্বৃত্তরা প্রায়ই বাসিন্দাদের কষ্টার্জিত টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এই বৎসরের জানুয়ারী মাসে রবি সিং নামের একজন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের বাইরে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে। এই ধরপাকড়ের ঘটনার পর পুলিশ বলেছিল যে তারা এই চক্রের হদিস বের করতে সক্ষম হয়েছে। মনে হচ্ছে পুলিস প্রতারিত হয়েছে, কেননা সেই চক্রের ছিনতাই লীলা যথারীতি ঘটে চলেছে।

Comments are closed.

error: Content is protected !!