রুবেলা ভ্যাকসিন : হাইলাকান্দিতে অসুস্থ পড়ুয়ার সংখ্যা বৃদ্ধিতে অভিভাবক মহলে আতংক
রুবেলা ভ্যাকসিন নিয়ে হাইলাকান্দি জেলায় এ পর্যন্ত প্রায় অর্ধশতাধিক ছাত্র-ছাত্রী অসুস্থ হওয়ায় খবরে জেলার অভিভাবকদের মধ্যে আতংক ক্রমশই বাড়ছে। যদিও জেলা উপায়ুক্ত আদিল খান জেলাবাসীকে আশ্বস্ত করে বলেছেন, আতংকের কোন কারন নেই। মিসেলস রুবেলা ভ্যাকসিন নিয়ে কোন ধরনের গুজবে কান না দিতে জেলাবাসীর প্রতি তিনি আহবান জানিয়েছেন। বিশেষ করে ফেসবুক সহ সামাজিক মাধ্যমে রুবেলা টিকা নিয়ে একটি চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তাই সামাজিক মাধ্যমের ভুঁয়া, মিথ্যা খবরে কান না দিতে ডিসি আদিল খান সবাইকে আহবান জানিয়ে বলেন, নিজেদের শিশু, পুত্র কন্যাদের সুরক্ষিত ও স্বাস্থ্যসম্মত ভবিষ্যতের জন্য রুবেলা টিকা দেওয়া দরকার। এ ক্ষেত্রে জেলার সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
উল্লেখ্য, রুবেলা ভ্যাকসিন নিয়ে ইতিমধ্যে জেলার কাটলিছড়ায় প্রায় অর্ধ শতাধিক পড়ুয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার ছ’জন পড়ুয়াকে উন্নত চিকিৎসা সহ সাইকোলজিক্যাল কাউন্সেলিং এর জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোমবার ভারত বন্ধের দিনে সাহাবাদ, দীননাথপুর, রাংগাবাক, ইত্যাদি এলাকার পনের জন কিশোর ছাত্র ছাত্রীকে কাটলিছড়া হাসপাতালে ভর্তি করা হয়। তন্মধ্যে সাহাবাদ এলাকার ছয় জন পড়ুয়াকে উন্নত চিকিৎসা সহ সাইকোলজিক্যাল কাউন্সেলিং এর জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।ছাত্র ছাত্রীরা হলেন সাহিদা বেগম, সানিয়া নাসরিন বড়ভুইয়া, বাহারুল আলম, মাসুমা বেগম, সাহা উদ্দিন লস্কর, ফরিদা বেগম লস্কর ।
একইভাবে এদিন সাহাবাদ, রাংগাবাক, দীননাথপুর ইত্যাদি এলাকা ও থেকেও রুবেলা ভ্যাকসিন গ্রহনে অসুস্থ আর ও আট জন পড়ুয়াকে চিকিৎসার জন্য কাটলিছড়া হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে শনিবার কাটলিছড়া হাসপাতালে পঁচিশ জন, রবিবার সাতজন অসুস্থ পড়ুয়াকে ভর্তি করা হয়েছিল। সোমবার দীননাথপুরের ৯৭ নম্বর এল পি স্কুলের অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষককে স্কুলের মধ্যে বন্দি করে প্রতিবাদে সোচ্চার হন। এবং তাদের সন্তানদের উন্নত চিকিৎসার দাবি জানাতে থাকেন। একই সময়ে রূপাছড়া, সাহাবাদ, বাজিমারা, রাংগাবাক ইত্যাদি এলাকা থেকেও হাসপাতালে ভিড় বাড়তে থাকে। হাসপাতাল ইনচার্জ তথা এস ডি এম এন্ড এইচ ও ডাঃ সুব্রত দে বিষয়টি সাথে সাথেই স্বাস্থ্য বিভাগ সহ জেলা প্রশাসনের দৃস্টিগোচর করে সহযোগিতা কামনা করেন।খবর পেয়ে কাটলিছড়ার ভারপ্রাপ্ত মহকুমাশাসক জেমস আইন্ড, কাটলিছড়া থানার ওসি নিতাই চান্দ সিংহ, ডিএস পি এন বর্মন, যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক অভিজিৎ বসু প্রমুখ ছুটে আসেন। লালা থেকে একটি এম্বুলেন্স ডেকে পাঠিয়ে অসুস্থ পড়ুয়াদের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
এদিকে একসপ্তাহের মধ্যে রুবেলা টিকা প্রদান করা আর ও বেশ কিছু পড়ুয়া এদিন পেটের বেদনা, জ্বর ইত্যাদি উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তন্মধ্যে কাটলিছড়া জি সি এম ভি স্কুলের পড়ুয়া জয়দীপ, রবিদাস, রংপুর দ্বিতীয় খন্ডের সারবিনা বেগম, দীননাথপুরের রজিবুল হোসেন, সাহাবাদের মাসুমা বেগম প্রমুখ রয়েছে। কাটলিছড়া হাসপাতালের ইনচার্জ ডাঃ সুব্রত দে, জানান, মিসেলস রুবেলা নিয়ে কাটলিছড়া এলাকায় এক ফোবিয়া বিরাজ করছে। বলেন, সম্পুর্ন নিরাপদ রুবেলা ভ্যাকসিন নিয়ে বর্তমানে এক ফোবিয়া কাজ করছে। যার ফলে বর্তমানে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কাটলিছড়া হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক, এম্বুলেন্স, এর অভাব থাকায় সমস্যার সৃষ্টি হয়েছে। রুবেলা ভ্যাকসিন নিয়ে অসুস্থ পড়ুয়াদের অভিভাবকদের নানা প্রশ্নের মোকাবিলা করতে গিয়ে চিকিৎসা কর্মীরা হিমশিম খাচ্ছেন।। বিগত দু’দিন বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে হাসপাতালে। ভাংচুরের ঘটনাও ঘটেছে। চিকিৎসক দের পক্ষ থেকে রবিবার থানায় মামলা করা হয়েছে। কাটলিছড়া থানার ওসি নিতাই চান্দ সিংহ জানান, হাসপাতালে ভাংচুর, ডেলিভারি রুমে অনধিকার প্রবেশ ইত্যাদি অভিয়োগ এনে একটি মামলা হয়েছে।
অপরদিকে হাসপাতাল ক্যাম্পাসে বিডিএস এফ ছাত্র সংগঠনের সভাপতি আব্দুল আহাদ লস্কর ও ইমদাদুল বারিকে একটি দোকানে আটকে মারধরের অভিয়োগে আরো একটি মামলা হয়েছে। কাটলিছড়া থানায় আহাদ আহাদ লস্কর ও ইমদাদুল বারি অভিয়োগ করে বলেন, রুবেলা ভ্যাকসিনে অসুস্থ ছাত্র ছাত্রীর চিকিৎসায় গাফিলতির অভিয়োগ পেয়ে রবিবার তারা হাসপাতালে গেলে পর আচমকা গুণ্ডা বাহিনী এসে তাদেরকে মারধর করে দোকানে নিয়ে গিয়ে বন্দি করে। এবং আপত্তিকর মন্তব্য করে। এদিকে আব্দুল আহাদ লস্কর এক বিবৃতিতে তার বিরুদ্ধে, ডেলিভারি রুমে ঢুকে ভিডিও রেকর্ডিঙের উত্তাপিত অভিয়োগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। বলেন, পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার তিনি। আব্দুল আহাদ এব্যাপারে নিরপেক্ষ থেকে তদন্তের দাবি জানান। দু’টি মামলাই জামিন অযোগ্য ধারায় নথিভুক্ত করা হয়েছে বলে ওসি নিতাই চান্দ সিংহ জানান।
Comments are closed.