
লকডাউন চলাকালীন মাছ বিক্রেতারা বাড়ি গিয়ে মাছ বিক্রি করতে পারবেন, নির্ধারিত হয়েছে কিছু নিয়মনীতি
কাছাড় জেলায় লকডাউন চলাকালীন সময়ে নির্ধারিত নিয়ম নীতির ভিত্তিতে মাছ বিক্রেতারা বাড়ি বাড়ি গিয়ে যাতে মাছ বিক্রি করতে পারেন সে বিষয়ে জেলা উপায়ুক্তের অনুমতি নেওয়া হয়েছে।কাছাড়ের জেলা মৎস্য উন্নয়ন আধিকারিক এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।
এর পরিপ্রেক্ষিতে কাছাড় জেলার ২৩ টি স্থানে পাইকারি মৎস্য বিক্রেতারা গাড়ির ড্রাইভার সহ মোট ১০ জন মানুষের দরজায় দরজায় গিয়ে মাছ বিক্রি করতে পারবেন বলে জানানো হয়েছে।
জেলার মৎস্য উন্নয়ন বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে এক কেজির কম ওজনের রুই, কাতলা, মৃগেল মাছের মূল্য কেজি প্রতি ৩০০ টাকার অধিক মূল্যে বিক্রয় করা যাবে না। এই মাছ যদি দু কেজি ওজনের বেশি হয় তাহলে ৪০০ টাকা প্রতি কেজি মূল্য নির্ধারণ করা যাবে। তাছাড়া গ্রাসকার্প, সিলভার কার্প ও কমন কার্প এক কেজির কম হলে ২৫০ টাকা, এক কেজির বেশি হলে ৩০০ টাকা পর্যন্ত প্রতি কেজি মূল্য নির্ধারণ করা হয়েছে।সৌর, কৈ মাছ ৪৫০ টাকা প্রতি কেজি এবং স্থানীয় শিঙ্গি মাগুর মাছের প্রতি কেজি মূল্য নির্ধারিত হয়েছে ৫০০ টাকা।
উল্লেখ্য ,বরাক উপত্যকার বিভিন্ন স্থানে এখন স্থানীয় মাছ পাওয়া গেলেও এর মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে রয়েছে।
Comments are closed.