সোশ্যাল মিডিয়ায় দুই স্থানীয় লোকের মৃত্যুর গুজব : দাঙ্গা,উত্তেজনা, কার্ফু শিলংয়ে
মেঘালয়ের রাজধানী শৈলশহর শিলং উত্তপ্ত হয়ে উঠেছে, সংঘর্ষে সাংবাদিক সহ বেশ কয়েকজন সাধারন নাগরিক আহত হয়েছেন ।বৃহস্পতিবার রাতে মুখোমুখি সংঘর্ষের জেরে রাজধানী শিলং এর ১১ টি স্থানে অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি করা হয়েছে। জেলাশাসক পিটার ঢোকার কার্ফু জারির আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে অবস্থা যাতে আর অবনতি না ঘটে সেজন্য পুলিশের সঙ্গে আধাসামরিক বাহিনীকে মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। দাঙ্গার কোন ভুল খবর সামাজিক মাধ্যম গুলিকে যাতে প্রকাশিত না হয় এর জন্য ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে।
ঘটনার বিবরণে প্রকাশ গত বৃহস্পতিবার রাত ন’টা নাগাদ মেঘালয়ের মাওলঙ এলাকায় ড্রাইভার এবং তাদের সঙ্গী-সাথীর সঙ্গে স্থানীয় বাসিন্দাদের এক প্রচণ্ড সংঘর্ষ বেধে যায়। কিছুক্ষণের মধ্যেই তা আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। জানা গেছে পাঞ্জাবি লেনে সরকারি মিনি সিটি বাস স্থানীয় এক তরুণীকে ধাক্কা মারে, তারপর বাস থামিয়ে অশ্লীল গালিগালাজও করে বাসের চালক। ঘটনাটি পাঞ্জাবি লেনে অবস্থিত স্থানীয় যুবকরা প্রত্যক্ষ করে বাসচালককে নামিয়ে বেধড়ক মারধর করে। উন্মত্ত জনতার হাত থেকে রেহাই পায়নি বাসের খালাসীও। প্রহৃত কন্ডাক্টরের সঙ্গী-সাথীরা তখন দলবদ্ধভাবে এসে এলোপাথাড়ি আক্রমণ শুরু করে। এই আক্রমণ-পাল্টা আক্রমণে দুজন স্থানীয় লোক গুরুতরভাবে আহত হন। পুলিশ অন্যদের প্রতিহত করে দুজন আহতকে নিয়ে সিভিল হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে যে হাসপাতালে ভর্তি হওয়া লোকটি মারা গেছে। কিছুক্ষণ পরে দ্বিতীয় ব্যক্তির মৃত্যুর খবরের গুজবও ছড়িয়ে পড়ে। এতে অগ্নিতে ঘৃতাহুতি হয় এবং দ্রুত দাঙ্গা ছড়িয়ে পড়তে থাকে।
উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালায়, কাঁদানে গ্যাস ছোঁড়ে এবং পরবর্তীতে কার্ফু জারি করা হয়। শিলংয়ের জাইয়াও মাওখার, উমসহসুন, রিয়াট স্মাথিয়া, ওয়াহিংডহ, মওপ্রেম, লামাভিলা, কোয়ালাপট্টি, সানি- হিল, উমশিরপি ব্রিজ, ক্যান্টনমেন্ট মাওলং হাট প্রভৃতি এলাকায় কারফিউ বলবৎ রয়েছে।পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে জানা গেছে। এই ঘটনায় জেরে পুলিশ এ পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে।
Comments are closed.