Also read in

রূপমের নাট্য প্রতিযোগিতা সমাপ্ত, নাটক আবার সাড়া জাগাচ্ছে

রূপম আয়োজিত ৩৯তম নরেশ চন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো গতকাল। নাটক আবার স্বমহিমায় জনমনে ফিরে আসছে, বিগত দুই তিন বৎসর ধরে এই প্রতিযোগিতার দর্শক উপস্থিতিই তার প্রমাণ।

আশার কথা, এবারের প্রতিযোগিতায় অনেকগুলো দল অংশগ্রহণ করে। শিলচর তথা বরাক উপত্যকার বাইরে থেকেও অনেকগুলো দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

রূপম আয়োজিত ৩৯ তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতার ফলাফল নিচে দেওয়া হল :-

১) শ্রেষ্ঠ প্রযোজনা :- ত্রিকালের পাশা, রেস, পয়লাপুল।

২) দ্বিতীয় শ্রেষ্ঠ প্রযোজনা:- পরবাস, পঞ্চম বৈদিক,
ধর্মনগর।

৩) তৃতীয় শ্রেষ্ঠ প্রযোজনা :- তিন হাজার দশ, আজকের প্রজন্ম, শিলচর

৪) চতুর্থ শ্রেষ্ঠ প্রযোজনা :- কাকতাড়ুয়া, শিলচর কালচার‍্যাল ইউনিট

১) শ্রেষ্ঠ পরিচালনা :- সায়ন বিশ্বাস, তিন হাজার দশ, আজকের প্রজন্ম, শিলচর

২) দ্বিতীয় শ্রেষ্ঠ পরিচালনা :- দেবাশীষ রায়, একটি সহজ খুনের গল্প, থিয়েটার প্ল‍্যাটফর্ম, কলকাতা

৩) তৃতীয় শ্রেষ্ঠ পরিচালনা :- চিত্রভানু ভৌমিক, ভাসমান দশরূপক, শিলচর

৪) চতুর্থ শ্রেষ্ঠ পরিচালনা :- গৌতম দাস, নাটক- সেই মেয়ে, রঙপীঠ, আগরতলা ।

১) শ্রেষ্ঠ অভিনেতা:- মিলন দেব (চরিত্র- করালী) পরবাস, পঞ্চম বৈদিক।

২) দ্বিতীয় শ্রেষ্ঠ অভিনেতা :- গৌতম দাশগুপ্ত (চরিত্র- মদন), আমি মদন বলছি।

৩) তৃতীয় শ্রেষ্ঠ অভিনেতা:- অমরজিত পান্ডে (চরিত্র – কানাই), ত্রিকালের পাশা, রেস, পয়লাপুল।

৪) চতুর্থ শ্রেষ্ঠ অভিনেতা:- রাজেশ দে, (নাটক-বেড়া)চরিত্র- জলিল, চতুরঙ্গ, পাথারকান্দি

শ্রেষ্ঠ অভিনেত্রী:- রায়তী ভট্টাচার্য (তৃষা) একটি সহজ খুনের গল্প, থিয়েটার প্ল্যাটফর্ম, কলকাতা

২) দ্বিতীয় শ্রেষ্ঠ অভিনেত্রী:- উদ্দীপ্তা নাথ, (চরিত্র – রূপালী), কাকতাড়ুয়া, কালচারাল ইউনিট, শিলচর।

৩) তৃতীয় শ্রেষ্ঠ অভিনেত্রী:- শিখা পুরকায়স্থ, চরিত্র ঠাকুমা, নাটক বেড়া, চতুরঙ্গ পথারকান্দি

চতুর্থ শ্রেষ্ঠ অভিনেত্রী:- গার্গী দেব, ( চাইছি তোমার বন্ধুত্ব) বিবর্তন থিয়েটার
অনামিকা দাস, অন্তহীন পথ, নাট্যাঙ্গন, শিলচর

শ্রেষ্ঠ সহঅভিনেতা:- অরিত্র ধর ( বৃক্ষ), তিন হাজার দশ, আজকের প্রজন্ম, শিলচর।

দ্বিতীয় শ্রেষ্ঠ সহঅভিনেতা:- শুভেন্দু চক্রবর্তী, ভাসমান, দশরূপক, শিলচর

তৃতীয় শ্রেষ্ঠ সহঅভিনেতা:- অরিন্দম দেব, কাকতাড়ুয়া, কালচারাল ইউনিট, শিলচর

শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী:- মিতালী রাজকুমারী, ভাসমান , দশরূপক, শিলচর।

দ্বিতীয় শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী:- দোয়েল ভট্টাচার্য, চোরাবালি, নবারুণ, শিলচর।

তৃতীয় শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী:- অদিতি চন্দ, অক্টোপাস লিমিটেড, সারস্বত, শিলচর।

শ্রেষ্ঠ আলো প্রক্ষেপণ:- দেবজ্যোতি রায় (নাটক ভাসমান) দশরূপক, শিলচর

শ্রেষ্ঠ আবহ প্রয়োগ:- সেবায়ন রায় চৌধুরী (নাটক- চাইছি তোমার বন্ধুত্ব) বিবর্তন থিয়েটার, হাইলাকান্দি

শ্রেষ্ঠ রূপসজ্জা:- অভিক সেনগুপ্ত (নাটক- ভাসমান), দশরূপক, শিলচর।

শ্রেষ্ঠ মঞ্চসজ্জা:- শচীন কৈরী (নাটক – ত্রিকালের পাশা) রেস, পয়লাপুল।

শ্রেষ্ঠ শিশুশিল্পী:- সোমা দত্তা বৃষ্টি, অমল (দুই বালক), কোরাস, শিলচর

দ্বিতীয় শ্রেষ্ঠ শিশুশিল্পী:- অরিহা দাস, (পুষ্প), বেড়া, চতুরঙ্গ।

বিশেষ পুরস্কার:- সুচিস্মিতা ভট্টাচার্য (মুন্নি), অসুখী ভবিষ্যৎ, মাতৃভাষা ঐক্য মঞ্চ

শ্রেষ্ঠ পান্ডুলিপি:- ত্রিকালের পাশা, রচনা : ইন্দ্রনীল দে , রেস, পয়লাপুল।

প্রতিযোগিতায় বিচারকের আসন অলংকৃত করেন মানস চৌধুরী, সুশান্ত চট্টোপাধ্যায়, বিশ্বতোষ চৌধুরী।

নাট্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনায় সংগঠনের পক্ষ থেকে যাদের হাতে উপহার তুলে দিয়ে সম্মানিত করা হয়, তারা হলেন সুদীপ্তা বোস,ডাঃ সত্যজিত পাল,ডাঃ বিভাস রঞ্জন চৌধুরী,ডাঃ তপোধীর ভট্টাচার্য,
সুশান্ত চট্টোপাধ্যায়, মানস চৌধুরী, বিশ্বতোষ চৌধুরী।

প্রতিযোগিতার সাফল্যে উদ্যোক্তা তথা নাট্যমোদী জনসাধারণ খুশি ব্যক্ত করেন এবং ভবিষ্যতে উপত্যকায় নাটকের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Comments are closed.