Also read in

অনাস্থার মুখে পড়ে চেয়ারম্যান পদে ইস্তফা সমরেন্দ্র রায়ের

আজ অনাস্থার মুখে পড়ে বিজেপি পরিচালিত লালা টাউন কমিটির চেয়্যারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন সমরেন্দ্র রায়। আজ দুপুরে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ থেকে ইস্তফা দেন তিনি। ২২ মার্চ অনাস্থা সভায় গরহাজির থেকে সভা বাতিল করেছিলেন তিনি।এতে ক্ষুব্ধ কংগ্রেস দলের পুরসদস্যরা আজ পরবর্তী সভা আহবান করে বসেন। এহেন পরিস্থিতিতে আজ ইস্তফা দেন সমরেন্দ্র রায়।

২২ মার্চ অনিবার্য কারণবশত সভা বাতিলের বিজ্ঞপ্তি নোটিশ বোর্ডে টাংগিয়ে চেয়ারম্যানের অনুপস্থিতির জন্য শেষ পর্যন্ত ভেস্তে গিয়েছিলি লালা পুরসভার অনাস্থা ভোট। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় সিংহভাগ পুরসদস্য পুরপতির ডাকা সভায় যোগ দিতে কার্যালয়ে এলেও চেয়ারম্যান সমরেন্দ্র রায় অনুপস্থিত থাকায় নির্ধারিত সময়ে কোনো সভা অনুষ্ঠিত করা সম্ভব হয়নি, যার ফলে ভেস্তে যায় অনাস্থা ভোট। অনিবার্য কারণবশত সভা বাতিল করা হয়েছে বলে চেয়ারম্যানের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি নোটিশ বোর্ডে দেখতে পান পুরসদস্যরা। এদিনের সভায় অংশ নিতে নির্ধারিত সময়ে কংগ্রেস দলের পুর সদস্য শংকু চৌধুরী, সারিকা দাস, নিয়তি ব্যানার্জী, বিজয় লক্ষী দেবনাথ সহ বিজেপির ভাইস চেয়ারম্যান মঞ্জু সিংহ, পুলক নাথ, তপন নাথ, অনামিকা ভট্টাচার্য প্রমুখকে পুরসভা কার্যালয় চত্বরে দেখা যায়। কিন্ত একমাত্র চেয়ারম্যান সমরেন্দ্র রায়ের অনুপস্থিতির জন্য সভা ভেস্তে যায়। এদিকে সভা বাতিলের প্রেক্ষিতে কংগ্রেস দলের পুরসদস্যরা তাৎক্ষণিক এক বৈঠকে মিলিত হয়ে আগামী ২৬ মার্চ অনাস্থা ভোট নিয়ে আলোচনার জন্য পুরসভা কার্যালয়ে পরবর্তী বোর্ড মিটিং আহবান করার এক বিজ্ঞপ্তি জারি করেন।

Comments are closed.