
শিলচর আন্তঃক্লাব দলবদলে রেকর্ড, দু দিনে মোট ৩০৯ জন নিজ নিজ পছন্দের ক্লাবে সই করলেন
২৫ অক্টোবর : করোনাকালে রেকর্ড করল শিলচরের আন্তঃক্লাব ক্রিকেট দল বদল। আসন্ন মরশুমের জন্য দুদিনের দলবদল প্রক্রিয়ায় অংশ নিলেন মোট ৩০৯ জন ক্রিকেটার। শনিবার দলবদল এর প্রথম দিন সই করেছিলেন ১৫৯ জন। দ্বিতীয় দিন সই করলেন আরো ১৫০।
এবারের ক্রিকেট মরশুমে লড়াইটা যে জমজমাট হতে যাচ্ছে এরই একটা আভাস পাওয়া গেছে দলবদল প্রক্রিয়ায়। এবার সুপার ডিভিশনে অপেক্ষা করছে হাড্ডাহাড্ডি লড়াই। দারুন দল গড়েছে ত্রিবেণী ক্লাব ও ইটখোলা এসি। তবে পিছিয়ে নেই শতাব্দী প্রাচীন ইন্ডিয়া ক্লাব এবং ইউনাইটেড ক্লাব ও। ত্রিবেণী ক্লাবে এবার তারকা’র ছড়াছড়ি। রনজি তারকা প্রীতম দাস এবং অভিষেক ঠাকুরি কে এবার ত্রিবেণীতে খেলতে দেখা যাবে। কয়েকটি আন্তঃজেলা দলবদল করবে তারা। এর মধ্যে তারা আন্তঃক্লাব দলবদল এর দ্বিতীয় দিন ঘরে তুলেছে রাজদীপ দাসের মতো তারকাকে। রাজদীপ ইটখোলা থেকে ত্রিবেণী তে গেলেন। এছাড়াও তারা ইলিভেন স্টার ক্লাব থেকে চিরঞ্জিত দে, টাউন ক্লাব থেকে মৃণাল কান্তি নাথ ও রাজন লস্কর, ইন্ডিয়া ক্লাব থেকে শুভম দেব এবং যোগাযোগ সংঘ থেকে অংকিত আগরওয়াল কে ঘরে তুলেছে।
শতাব্দী প্রাচীন ইন্ডিয়া ক্লাব দ্বিতীয় দিন তিনজন তারকাকে সই করেছে। এরা হলেন রাজু দাস, নিহার পাল এবং প্রদীপ সরকার। এই তিনজনকেই ইউনাইটেড ক্লাব থেকে ঘরে তুলেছে ইন্ডিয়া ক্লাব। মূলত গতবারের দলটাই ধরে রেখেছে তারা। সঙ্গে রয়েছে কয়েকটি আন্তঃজেলা দলবদল ও। প্রথম ডিভিশনের ক্লাব তারাপুর এসি মোট চারজনকে সই করেছে। ইন্ডিয়া ক্লাব থেকে ইকরামুল আলীকে দলে নিয়েছে ইটখোলা এসি। প্রথম বিভাগের দল বিজয়ী সংঘ মোট ৯ জনকে সই করিয়েছে। স্পিরিট ইউনিয়ন সই করিয়েছে ছয়জনকে। যোগাযোগ সংঘ ও ৬ জন ক্রিকেটার কে ঘরে তুলেছে।
দলবদল প্রক্রিয়া শেষ হওয়ার পর এবার অপেক্ষা ক্রিকেট মরশুম শুরু হবার। যা শুরু হবে তৃতীয় ডিভিশন ক্রিকেট দিয়ে। এবার মোট ৫৫টি দল এতে অংশগ্রহণ করেছে। আগামী ২৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। সবকটা ম্যাচেই হবে এস এম দেব স্টেডিয়ামে। এর জন্য ইতিমধ্যে পিচ তৈরি করে নিয়েছেন ডি এস এর পিচ কিউরেটর রাম বেহরা।
Comments are closed.