Also read in

সমীরের স্পিন ভেলকিতে কাৎ ত্রিবেণী, সুপার ডিভিশনে প্রথম জয় টাউন ক্লাবের

ডার্বি ম্যাচে মুখ থুবড়ে পরার পর সুপার ডিভিশনের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ালো টাউন ক্লাব। বুধবার তারা ৩৯ রানে হারায় ত্রিবেণী ক্লাব কে। টাউন ক্লাবের এই জয়ে প্রধান কারিগর ছিলেন বা হাতি স্পিনার সমীর শর্মা। মূলত তার অসাধারণ বোলিংয়ে সাদামাটা একটা স্কোর খাড়া করেও জয় নিয়ে মাঠ ছাড়লো টাউন ক্লাব।

এদিন সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় টাউন ক্লাব। তবে টানা দ্বিতীয় ম্যাচে তারা ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেনি। অলআউট হয় ৩৭.৫ ওভারে ১৬০ রানে। উল্লেখযোগ্য অবদান রাখেন সমীর সিনহা ২৬, জয়দীপ সিং ২২ এবং আকাশ ছেত্রী ৩০। ৮ নম্বরে ব্যাট করতে নেমে ভাইটাল ইনিংস খেলেন আকাশ। না হলে একটা সময় টাউন ক্লাবের স্কোর ছিল ৬ উইকেটে ৮২। তখন দারুন সুযোগ ছিল ত্রিবেনীর সামনে। তবে তারা সেই সুযোগ নিতে ব্যর্থ হয়। অতিরিক্ত থেকে আসে ২৬। ভালো বোলিং করেন চন্দ্রদীপ দাস (৩-৩০) ও শিবন লস্কর (৩-২২)। এছাড়া দুটি করে উইকেট নেন সাহিল হাসান ও চিরঞ্জীব দে।

জবাবে ২৪ .৪ ওভারে ১২১ রানে অলআউট হয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ত্রিবেণী। নওশাদ আলী দলের পক্ষে সর্বাধিক ৪৩ রান করেন। কৃষ্ণেন্দু দাসের অবদান ৩৪। সাদিক ইমরান চৌধুরী করেন ১৮। আসলে বা হাতি স্পিনার সমীর শর্মার স্পিন ভেল্কিতেই কাৎ হয়ে যায় ত্রিবেণী। সাত উইকেট তুলে নেন সমীর (৭.৪-০-২০-৭)। এ ছাড়া আকাশ ছেত্রী নেন দু উইকেট। দুরন্ত বোলিংয়ের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন সমীর শর্মা।

Comments are closed.

error: Content is protected !!