Also read in

কাগজ কলের দুরবস্থার জন্য সন্তোষ মোহন দেব দায়ী : কৌশিক রাই

 

কাছাড় এবং নগাঁও কাগজ কল খোলার ব্যাপারে বিজেপির সদিচ্ছা নিয়ে কংগ্রেস দল প্রশ্ন তোলায় বিজেপি দলের কাছাড় জেলা সভাপতি কৌশিক রাই আজ কংগ্রেস দলকে একহাত নিলেন।

দলের জেলা কার্যালয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপি সভাপতি বলেন, ,”পূর্বতন ভারী শিল্প মন্ত্রী এবং কংগ্রেসের ডাকসাইটে নেতা প্রয়াত সন্তোষ মোহন দেবই কাছাড় কাগজ কলের পতনের জন্য দায়ী
এবং বর্তমানে এটা নিয়ে যারা সরব হয়েছেন তারা কংগ্রেস দলের হাতের পুতুল।”

তিনি স্পষ্ট করে জানান যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার কাগজ কলের বর্তমান অবস্থা সম্বন্ধে খুবই সচেতন এবং এই কলকে আবার বাঁচিয়ে তোলার জন্য প্রচেষ্টা জারি আছে। রাই বলেন কাগজ কলের বর্তমানের অবস্থার জন্য কংগ্রেস আমলের দুর্নীতি এবং দুরাচারীতাই দায়ী। “এটা খুবই দুর্ভাগ্যজনক যে এনডিএ আমলে এই কলটি বন্ধ হয়েছে, কিন্তু আমাদের ভুললে চলবে না এই বন্ধ হওয়ার মূল কারণটা কি। বিজেপি দল পূর্বতন সরকারকে কাগজ কলের অধোগতির কথা জানিয়েছিল এবং এর ফলে কি ঘটতে পারে সে ব্যাপারে আগেই সতর্ক করেছিল। কাগজ কল বন্ধ থাকার ফলে যারা ভুক্তভোগী, বিজেপি সব সময়ই তাদের পাশে রয়েছে। কিন্তু এক সময় যারা সরকারী সম্পত্তির অপব্যবহার করেছিল, সেই তথাকথিত ক্যাডাররাই এখন সরকারের দিকে আঙুল তুলছে”।

বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ‍্য জানালেন যে, সরকার এই কাগজ কল পুনরায় চালু করতে দায়বদ্ধ যদিও বিভিন্ন পদ্ধতিগত কারণে সময় লাগছে।

Comments are closed.