মুখ্যমন্ত্রীর সফরে বরাকের প্রাপ্তি : রাস্তাঘাটের জন্য ৫০০ কোটির প্যাকেজ, মার্চের মধ্যে শুরু হচ্ছে করিমগঞ্জ মেডিক্যাল কলেজের কাজ, ভিত্তিপ্রস্তর স্থাপন হলো ফ্লাডলাইটের
শ্রাবণের ধারা বর্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের দুদিনের বরাক সফর শুরু হলো আজ। আজকের করিমগঞ্জ সফরে মুখ্যমন্ত্রী প্রথমেই মহিলা সমারোহে কনক লতা মহিলা সবলিকরণ যোজনার অধীনে ৩০৭৩টি আত্মসহায়ক গোষ্ঠীকে চেক প্রদানের আনুষ্ঠানিক সূচনা করেন। সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, নবকুমার দোলে, পরিমল শুক্লবৈদ্য এবং বিজেপির দলের সভাপতি তথা হাউসফেড নিগমের চেয়ারম্যান রঞ্জিত কুমার দাস।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকা যদি কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে পারে তবেই অসমের অগ্রগতি হবে। তিনি আরো বলেন, “আমরা এই সীমান্ত শহর করিমগঞ্জকে উত্তর-পূর্বাঞ্চলের একটি অতি উন্নত স্থান হিসেবে দেখতে চাই। আমাদের সরকার এটা সুনিশ্চিত করতে চেষ্টার কোনো ত্রুটি রাখবে না।” করিমগঞ্জ জেলা ভারত বাংলাদেশ সীমান্তে থাকায় করিমগঞ্জের ভিতর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির জন্য প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে ইতিমধ্যেই পাঠানো হয়েছে।
এনআরসির দ্বিতীয় খসড়া প্রকাশের হাতেগোনা মাত্র কয়েক দিন বাকি, এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী তার ভাষণে বরাক উপত্যকার জনগণকে সাম্প্রদায়িক মতামত দ্বারা প্রভাবান্বিত না হতে আবেদন জানান। সরকার সবাইকে নিরাপত্তা দিতে দায়বদ্ধ এবং কারোর সাথেই কোনো ধরনের অবিচার করা হবে না বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্য, পরিবার কল্যাণ এবং পূর্ত বিভাগের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাকের জন্য ৫০০ কোটি টাকার এক বিশেষ প্যাকেজ ঘোষণা করেন। বরাক উপত্যকার রাস্তাঘাটের উন্নতিসাধনের জন্য এই অর্থ ব্যয় করা হবে। রাজ্য সরকার মহিলা সবলিকরণ যোজনার অধীনে সাহায্যের পরিমাণ ৫ লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি করার পরিকল্পনা করছে বলে তিনি জানান। তিনি আরো বলেন, সরকারি কর্মীদের অবিবাহিত কন্যা পিতা মাতার মৃত্যুর পর ফ্যামিলি পেনশন লাভ করবেন। ভাষণ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান রাজ্য সরকার আগামী ২ অক্টোবর থেকে ৬০ বছরের ঊর্ধ্বে সকলের জন্য বৃদ্ধ পেনশন প্রকল্প চালু করবে। স্বাস্থ্যমন্ত্রী জানান আগামী বছর মার্চ মাসের মধ্যে করিমগঞ্জের মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ শুরু করা হবে। মুখ্যমন্ত্রী সরকারি উচ্চতর হাই স্কুলের মাঠে ফ্লাডলাইটের ভিত্তিপ্রস্তর ও স্থাপন করেন।
আসাম রাজ্য গ্রামীণ জীবিকা অভিযানের উদ্যোগে এবং কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় আগামীকাল শিলচরে মহিলা সমারোহ অনুষ্ঠিত হবে। কনক লতা মহিলা সবলিকরণ যোজনার অধীনে বিভিন্ন আত্মসহায়ক গোষ্ঠীকে চেক প্রদানের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। সমারোহ সকাল দশটা থেকে পুলিশ প্যারেড গ্রাউন্ডে শুরু হবে। সমারোহে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
Comments are closed.