Also read in

আজ মুখ্যমন্ত্রী সোনোয়াল সর্বজনীন বৃদ্ধ পেনশন প্রকল্প ঘোষণা করলেন, জেনে নিন কি এই প্রকল্প, কারা পেতে পারেন

আজ মুখ্যমন্ত্রী সোনোয়াল সর্বজনীন বৃদ্ধ পেনশন প্রকল্প ঘোষণা করলেন, জেনে নিন কি এই প্রকল্প, কারা পেতে পারেন

আজ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শহিদ কুশল কোঁয়র সর্বজনীন বৃদ্ধ পেনশন প্রকল্পের উদ্বোধন করলেন। এই জনহিতকর প্রকল্পের সম্বন্ধে জেনে রাখা খুবই প্রয়োজন। প্রকল্পের হিতাধিকারি না হলেও যারা এই প্রকল্প থেকে উপকৃত হতে পারেন তাদের অবহিত করার জন্য এটা জেনে রাখা উচিত।

এই প্রকল্প বরিষ্ঠ নাগরিকদের জন্য অর্থাৎ যাদের বয়স ৬০ বা তদূর্ধ্ব তারাই এই প্রকল্পের আওতায় আসবেন। ৬০ বছর থেকে অনূর্ধ্ব ৮০ বছরের ব্যক্তি(পুরুষ বা মহিলা)কে প্রতি মাসে ৩০০ টাকা করে প্রদান করা হবে। যাদের বয়স ৮০ বৎসর বা তার বেশি অর্থাৎ যারা সুপার সিনিয়র সিটিজেন তাদের প্রতি মাসে ৫০০ টাকা করে দেওয়া হবে। নিজের গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস, পুরসভা প্রভৃতি দপ্তরের সহায়তায় অনলাইনে প্রপত্র সংগ্রহ করতে হবে এবং জমাও দিতে হবে। তার আগে যাদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট নেই তাদের অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে, কারণ এই আবেদনের সঙ্গে বয়সের প্রমাণপত্র এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ বিবরণ জমা দিতে হবে। বয়সের প্রমানপত্রের জন্য জন্মের প্রমাণপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট বা প্যান কার্ড বা বিডিও প্রদত্ত প্রমাণপত্র বৈধ গণ্য হবে। হিতাধীকারীদের প্রাপ্ত পেনশন তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। দারিদ্র্য সীমা রেখার উপরের ব্যক্তিরাও এতে আবেদন করতে পারবেন।

তবে, বর্তমানে কোনও সরকারি পেনশন প্রকল্পের অন্তর্ভুক্ত হলে এই নতুন প্রকল্পের হিতাধিকারি হওয়া যাবে না। কেন্দ্রীয় ও রাজ্য সরকার, সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনী ইত্যাদিতে গ্রেড ওয়ান এবং গ্রেড টু পদে কর্মরত ছেলে মেয়ে থাকলে তাদের পিতামাতা এই পেনশন পাবেন না। যাদের বছরে আয় আড়াই লক্ষের অধিক, বা যারা আয়কর প্রদান করেন তারাও এই প্রকল্পে বিবেচিত হবেন না।

আশেপাশে অনেক লোক আছে যারা এই প্রকল্প থেকে উপকৃত হতে পারেন কিন্তু সরকারি প্রচার বা পত্র-পত্রিকার খেয়াল রাখেন না। তাদেরকে এই প্রকল্প সম্বন্ধে অবহিত করা সকলের কর্তব্য। বিশেষ করে যারা গরীব, তাদেরকে অবহিত করা অবশ্য কর্তব্য ।

Comments are closed.