Also read in

রাষ্ট্রপতি স্কাউট পুরস্কারে ভূষিত কুম্ভীরগ্রামের সত্যজিৎ

 

কেন্দ্রীয় বিদ্যালয়, কুম্ভীরগ্রামের প্রাক্তন ছাত্র সত্যজিৎ রায় রাষ্ট্রপতি স্কাউট পুরস্কারে ভূষিত হয়েছেন। দেশের ৭০ তম প্রজাতন্ত্র দিবসে কুম্ভিরগ্রাম কেন্দ্রীয় বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে তার হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি তুলে দেওয়া হয়। সত্যজিতের হাতে পুরস্কার তুলে দেন এয়ার ফোর্স স্টেশন কমান্ড্যান্ট পি এস নিখিল এবং কুম্ভীরগ্রাম কেন্দ্রীয় বিদ্যালযয়ের প্রিন্সিপাল ভি এস ওয়াংখেড়ে।

জানা গেছে, সত্যজিৎ কুম্ভীর গ্রামের বাসিন্দা মানিক রায়ের পুত্র। ২০১৬ সালে সত্যজিৎ কেন্দ্রীয় বিদ্যালয়, কুম্ভীরগ্রামের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। যদিও বর্তমানে তিনি কাছাড় কলেজে বাণিজ্য বিভাগে স্নাতক শ্রেণীতে পাঠরত।

সত্যজিৎ রায়কে রাষ্ট্রপতি স্কাউট পুরস্কারে ভূষিত করায় সমগ্র বরাক উপত্যকা জুড়ে এক খুশির বাতাবরণ সৃষ্টি হয়েছে। অনেকেই তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। এই পুরস্কার প্রাপ্তি অবশ্যই বরাকবাসীর জন্য গর্বের বিষয়।

Comments are closed.

error: Content is protected !!