Also read in

আজকের মতো শুনানি শেষ, এনআরসি'র পাঁচটি নথির সুরাহা আজও হলো না

 

যারা সেই বিতর্কিত পাঁচটি নথি হাতে নিয়ে সুপ্রিম কোর্টের শুনানির অপেক্ষায় ছিলেন তাদের আজও নিরাশ হতে হলো। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি এফ নারিমানকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিকপঞ্জি মুখ্য সমন্বয়ক প্রতিক হাজেলা দুটো প্রতিবেদন দাখিল করেন। একটা গোপনীয় ভাবে পেশ করা হয়েছে, অন্যটাতে হাজেলা পাঁচটি নথি বাতিলের স্বপক্ষে যুক্তি প্রদর্শন করেছেন।

প্রতিক হাজেলাকে আসাম সরকারের আইনজীবী, কেন্দ্রীয় সরকারের আইনজীবী এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের আইনজীবীদের সামনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দশটি নথির গ্রহণযোগ্যতা এবং পাঁচটি নথি বাতিলের যৌক্তিকতা তুলে ধরতে হবে। আগামী ২৬শে অক্টোবর বিকেল পাঁচটায় প্রতিক হাজেলা আসাম হাউসে পাওয়ার পয়েন্ট উপস্থাপিত করবেন। পাঁচটি নথি বাতিল নিয়ে কারুর যদি কোন ওজর আপত্তি থাকে তবে ৩০ অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্টে তা পেশ করতে হবে।আগামী পয়লা নভেম্বর পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। ওই দিন ডিভিশন বেঞ্চ পাঁচটি নথি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

Comments are closed.