প্রায় ৫৮ লক্ষ টাকার দুর্নীতি ! হাইলাকান্দিতে গ্রেপ্তার জি পি সভাপতি।
গ্রামোন্নয়নের কাজে দুর্নীতি ও সরকারি তহবিল তছরুপের অভিয়োগে হাইলাকান্দির এক পঞ্চায়েত সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। হাইলাকান্দি জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিকের অভিয়োগের প্রেক্ষিতে বুধবার জামিরা ফাঁড়ি পুলিশ দক্ষিন হাইলাকান্দির জামিরা জিপির সভাপতি আপ্তাব উদ্দিন বড়ভূইয়াকে আটক করে। প্রাপ্ত খবরে জানা গেছে, হাইলাকান্দি জেলা পরিষদের সিইওর নির্দেশ লংঘন করে ২০১৬-১৭ বর্ষের ২৭ লক্ষ টাকা তুলে নেওয়ার পাশাপাশি
২০১৫-১৬ইং প্রথম কিস্তির ১৫ লক্ষ টাকা ও দ্বিতীয় কিস্তির ১৬ লক্ষ টাকা তছরুপের অভিয়োগ রয়েছে জামিরা জিপি সভাপতির বিরুদ্ধে।
হাইলাকান্দি জেলা পরিষদের সিইও শান্তি কুমার সিংহ সম্প্রতি এনিয়ে রামনাথপুর থানায় একটি এজাহার জমা দেন। সিইও র অভিয়োগের প্রেক্ষিতে রামনাথপুর পুলিশ একটি মামলা নথিভুক্ত করে তদন্তের জন্য জামিরা ফাঁড়ি পুলিশকে নির্দেশ দেয়। বুধবার জামিরা হাইস্কুলে সাইকেল বন্টন অনুস্টানে বিধায়ক সুজাম উদ্দিন লস্করের আগমনের খবর পেয়ে আফতাব উদ্দিন ও আসেন। আর তখনই জামিরা ফাঁড়ির ইনচার্জ সাবির আলি জিপি সভাপতি আফতাব উদ্দিনকে আটক করে থানায় তুলে নিয়ে যান। জামিরা ফাঁড়ির ইনচার্জ সাবির আলি জানান, আফতাব উদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ব্যাপারে জামিরা ফাঁড়ির ইনচার্জ সাবির আলির সাথে যোগাযোগ করা হলে দুর্নীতির টাকার পরিমান তিনি জানাতে পারেন নি। বলেন, তিনি ব্যস্ত রয়েছেন।
Comments are closed.