Also read in

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাসূচি ঘোষিত

 

উচ্চমাধ্যমিকের পর এবার মাধ্যমিকের শিক্ষার্থীদের পরীক্ষার সময়সূচি জনিত অপেক্ষার অবসান ঘটলো। সেবা পরিচালিত ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি ঘোষিত হল। আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীরা শেষ পরীক্ষাপত্রটি লিখতে বসবেন ২ মার্চ অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি থেকে ২মার্চ অব্দি চলবে মাধ্যমিক পরীক্ষা।

এখানে উল্লেখ করা যেতে পারে, আসাম উচ্চতর মাধ্যমিক পরিষদ( এএইচএসএসসি) ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি,২০১৯ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিন রয়েছে ইংলিশ এবং পরীক্ষা শেষ হচ্ছে ১৫ মার্চ কম্পিউটার সাইন্স ও অ্যাপ্লিকেশন পরীক্ষার মাধ্যমে।

এখানে আরও উল্লেখ করা যেতে পারে, আসন্ন লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে পরীক্ষার্থীরা এবার প্রস্তুতির জন্য তুলনায় কম সময় পাবেন।

আসামে মাধ্যমিক পরীক্ষায় বসছেন ৩৫৭,০০০ শিক্ষার্থী। প্রথমবারের মতো এবার উত্তরপত্রে বারকোড বসানোর ব্যবস্থা করা হয়েছে। বোর্ড ইতিমধ্যেই একটি নোটিশ জারি করে জানিয়েছে যে ছাত্র ছাত্রীদের পরীক্ষা পত্রে শুধু কালো কালির কলম ব্যবহার করার অনুমতি রয়েছে। প্রতি বছরের মতো এবারও বোর্ড গোটা কয়েক কেন্দ্রকে সংবেদনশীল বলে চিহ্নিত করেছে এবং কেন্দ্রগুলোতে ‘ফ্লাইং স্কোয়াড’ নিয়োগ করা হবে। পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকা বাধ্যতামূলক বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

 

Comments are closed.