Also read in

কচিকাঁচাদের স্বস্তি! ১.৫ কেজির বেশি নয় স্কুল ব্যাগের ওজন, অসমেও চালু হচ্ছে এই নিয়ম

 

কেন্দ্রীয় সরকারের নির্দেশের পরিপ্রেক্ষিতে কচিকাঁচা পড়ুয়াদের স্বস্তি দিতে বিশেষ পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ সম্পর্কে কয়েকটি ক্ষেত্রে নির্দেশিকা জারি করেছে সরকার।

প্রথমত, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীদের স্কুল ব্যাগের ওজন সর্বাধিক ১.৫ কিলোগ্রাম নির্ধারিত করে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের দেওয়া যাবে না কোনো ধরনের হোমওয়ার্ক। রাজ্য শিক্ষা দপ্তরের জনৈক পদস্থ আধিকারিক সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রক এবং সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ স্তরে কচিকাঁচা ছাত্র-ছাত্রীদের উপর থেকে শিক্ষা সংক্রান্ত বোঝা কমানোর ব্যাপারে দফায় দফায় আলোচনা হয়। এরপর গত ২৬শে নভেম্বর কেন্দ্রীয় শিক্ষা দপ্তর কচিকাঁচা পড়ুয়াদের কিছুটা রেহাই দিতে তাদের স্কুল ব্যাগের ওজন, হোমওয়ার্ক এবং অন্যান্য বিষয়ে এক বিশেষ নির্দেশনা জারি করেছিল।

নির্দেশের ভিত্তিতে রাজ্য সরকার আগামী শিক্ষাবর্ষ থেকে অসমে বেশ কিছু নিয়ম প্রবর্তন করতে চলেছে। রাজ্য শিক্ষা দফতরের আধিকারিকরা জানিয়েছেন, সেই অনুযায়ী প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীদের স্কুল ব্যাগের ওজন সর্বাধিক দেড় কিলো গ্রাম নির্ধারিত করা হয়েছে। ওজন পর্যবেক্ষণের জন্য জেলা এবং ব্লক স্তরে এক বিশেষ স্কোয়াড গঠনের নির্দেশ দেওয়া হয়েছে । ব‍্যাগ ও পড়াশোনার বোঝা কমাতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। ওই আধিকারিক জানান, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী প্রতিটি স্কুলে ভাষা এবং গণিতের উপর গুরুত্ব দিতে হবে তাছাড়া তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের দিতে হবে পরিবেশ বিজ্ঞানের শিক্ষা।

Comments are closed.