Also read in

১৪ জন পড়ুয়া সহ স্কুল ভ্যান দুর্ঘটনাগ্রস্ত, ড্রাইভার এবং ছয় শিশুকে পাঠানো হলো মেডিকেলে

কাছাড় জেলার উধারবন্দ এলাকা থেকে দুঃখজনক খবর এসে পৌঁছেছে । ১৪ জন পড়ুয়া নিয়ে একটি স্কুল ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। আজ সকালে উধারবন্দের চৈলতাকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, রেড রোজ একাডেমির স্কুল ভ্যানটি শিক্ষার্থীদের নিয়ে রংপুরে স্কুল প্রাঙ্গণের দিকে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। দুধপাতিল দুর্গা বাড়ি এলাকা থেকে শিক্ষার্থীরা বাসে উঠেছিল বলে জানা গেছে।

১৪ জন শিক্ষার্থী এবং ভ্যান চালকের সবাই আহত হয়েছেন। এলাকার স্থানীয়রা তাদের ভ্যান থেকে উদ্ধার করে সবাইকে উধারবন্দ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।

প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর, পিএইচসি-র চিকিৎসকরা ছয়জন ছাত্র এবং চালকের অবস্থা গুরুতর বলে মনে করেন এবং তাদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।

৫৮ বছর বয়সী শেখর দাস এমএন ০৪ ডি ৬৮৪৯ রেজিস্ট্রেশন নম্বরের স্কুল ভ্যানটি চালাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, স্কুল ভ্যানের ‘স্টিয়ারিং ফেইল’ হয়েছিল এবং তাই চালক গাড়িটিকে ঘুরিয়ে রাস্তায় রাখতে চাইলেও পারেননি।

স্থানীয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, আটজন ছাত্রকে প্রাথমিক চিকিৎসার পর পিএইচসি থেকে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন যে, গাড়িটিতে ১৪ জন শিশুকে নিয়ে গাড়ি চালানোর প্রয়োজনীয় অনুমতি ছিল কিনাএবং যদি না থাকে তবে স্কুল কর্তৃপক্ষ কেন পড়ুয়াদের জীবন ঝুঁকির মধ্যে ফেলছেন।

Comments are closed.