মেহেরপুরে স্কুটি-ট্রাক সংঘর্ষ, গুরুতর আহত দুই
এক দুঃখজনক ঘটনায় রাঙ্গিরখাড়ির দিক থেকে মেডিকেল অভিমুখী এক সুজুকি অ্যাকসেস স্কুটির সাথে ট্রাকের সংঘর্ষ ঘটে। ঘটনাটি আজ দ্বিপ্রহরে মেহেরপুর ইউনাইটেড ফ্লাওয়ার মিলের কাছে সংঘটিত হয়।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী চালক এবং পেছনে বসা ব্যক্তি উভয়কেই গুরুতর আহত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। AS 11P 0710 নম্বরের এই নুতন স্কুটিটি নিয়ে নাগা পট্টির গলিরাস্তা থেকে বড় রাস্তায় ওঠার সময় চালক তথা স্কুটিটির মালিক সঞ্জীব শিকদার নিয়ন্ত্রণ হারিয়ে এক ৪০৭ ট্রাকে সজোরে ধাক্কা মারেন।
সঞ্জীব শিকদার মূলত কলকাতার বাসিন্দা হলেও এখন চাকুরিসূত্রে শিলচরে বাস করেন। তিনি স্থানীয় জন স্বাস্থ্য ও কারিগরি (PHE) বিভাগে কর্মরত। তার সাথে থাকা অন্য ব্যক্তির পরিচয় এখনো বের হয়নি। উভয়ই শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
Comments are closed.