Also read in

কাছাড়ের মনোনয়ন পত্র পরীক্ষা শেষ, মোট বাতিল ১০, শিলচরের ২

কাছাড় জেলার সাতটি বিধানসভা চক্রের মনোনয়ন পত্র পরীক্ষার কাজ সোমবার সম্পন্ন হয়েছে।

শিলচর বিধানসভা আসনের দাখিল করা মোট ১৯টি মনোনয়ন পত্রের মধ্যে ১৭টি গৃহীত হয়েছে। নির্দল প্রার্থী নজরুল ইসলাম লস্কর এবং রাষ্ট্রীয় সেকুলার কংগ্রেস পার্টীর নলীনাক্ষ ভট্টাচার্যের মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষনা করা হয়।

মনোনয়নপত্র পরীক্ষা শেষে শিলচর বিধানসভা কেন্দ্রে রইলেন,

দিপায়ন চক্রবর্তী (বিজেপি)

তমাল কান্তি বণিক (কংগ্রেস)

বিস্ময় চমক গোস্বামী (ভারতীয় গণপরিষদ)

দুলালী চক্রবর্তী (এসইউসিআই)

প্রশান্ত লস্কর (রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া)

রাজু সিনহা (হিন্দুস্তান নির্মাণ দল)

নির্দল :

দিলীপ কুমার পাল
জহরলাল গোয়ালা
শুভদীপ দত্ত
অনুপ দত্ত
বিজু চন্দ
অনুপম দেব
বাপ্পি পাল
বক্তার উদ্দিন মজুমদার
রোশনা বেগম লস্কর
রতন রায়
শংকর চক্রবর্তী

সোনাই বিধানসভা আসনে দাখিল করা ১৪টি মনোনয়ন পত্রের সবকয়টি গৃহিত হয়েছে।

ধলাই আসনে ৯টি দাখিল করা মনোনয়ন পত্রের মধ্যে সি পি আই এর লোকনাথ দেবরায়ের মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষনা করা হয়েছে।

উধারবন্দ আসনে দাখিল করা ৮টির মধ্যে নির্দল প্রার্থী শশাঙ্ক আচার্যের মনোনয়ন পত্রটি বাতিল বলে ঘোষনা করা হয়েছে।

লক্ষীপুর আসনের মোট ৭টি মনোনয়ন পত্রের মধ্যে নির্দল প্রার্থী মইদুল ইসলাম লস্করের মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষনা করা হয়েছে।

বড়খলা আসনের ৭টি আসনের মধ্যে বাঙ্গালী নবনির্মান সেনা বিএন এস এর অসীম পালের মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষনা করা হয়েছে।

কাটিগড়ায় দাখিল করা ১৬টি মনোনয়ন পত্রের মধ্যে ৪টিকে বাতিল বলে ঘোষনা করা হয়েছে যাদের মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষনা করা হয়েছে তারা হলেন অসম জাতীয় পরিষদ দলের সাধন বাবু সিনহা,পলিটিকাল জাস্টিস পার্টির সায়েদ আহমেদ বড়ভূঁইয়া, রাষ্ট্রীয় লোক সমতা পার্টির রবিজুল আলী বড়ভূঁইয়া এবং নির্দল প্রার্থী রঞ্জিত কুমার সিংহ।

কাছাড়ের সাতটি আসনের মধ্যে ৮০জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। তার মধ্যে ১০টি বাতিল ঘোষণা করার পর মোট ৭০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় শিলচর থেকে জারী করা এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন হচ্ছে আগামী বুধবার । অর্থাৎ ১৭ ই মার্চের পরই চূড়ান্ত তালিকা পাওয়া যাবে।

Comments are closed.

error: Content is protected !!