এনআইটি'র লেকে ঝাঁপ স্থানীয় ব্যক্তির, মৃতদেহ উদ্ধার করল এসডিআরএফ
আজ দুপুরে শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে এক দূঃখ জনক খবর এসে পৌঁছেছে। এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ক্যাম্পাসের ভিতরে একটি লেক থেকে ৬০ বছর বয়সী এক স্থানীয় বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমে এটি দুর্ঘটনা বলে মনে হলেও পরে আত্মহত্যার ঘটনা বলে জানা গেছে। পুলিশকে এই আত্মহত্যার ঘটনা সম্পর্কে জানানোর পরে, তারা এসডিআরএফ-এর ডুবুরি এবং বিশেষজ্ঞদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যায়, দীর্ঘ অপারেশনের পরে দেহটি উদ্ধার করে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী মৃতদেহটি শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই আত্মহত্যার কারণ জানতে তদন্ত চলছে।
স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আজ সকালে এনআইটি শিলচরের কাছের যোগীপাড়ার বাসিন্দা ৬০ বছর বয়সী এক ব্যক্তি কলেজের প্রবেশমুখের লেকে ঝাঁপ দেন। এই লেকটি কলেজের প্রশাসনিক ভবনের ঠিক বিপরীতে অবস্থিত এবং কিছু স্থানীয় ব্যক্তি লোকটিকে লাফ দিতে দেখে তাকে উদ্ধার করতে ছুটে গেলেও লেকের গভীরতার ভয়ে কিছুই করতে পারেননি। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘুঙ্গুর পুলিশ পোস্টের অফিসাররা ঘটনাস্থলে ছুটে আসেন এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীকে ডাকা হয়।
এসডিআরএফ এর ডুবুরি এবং উদ্ধারকারীরা ঘটনাস্থলে ছুটে আসার পরে, তারা মৃতদেহটি খুঁজে বের করতে লেকে অনেক খোঁজাখুঁজির পর লাশ উদ্ধার করতে সক্ষম হন। ঘুঙ্গুর আউটপোষ্টের ওসি বীরকুমার সিংহ বলেন, “এটি একটি আত্মহত্যার ঘটনা। তার নাম মঞ্জু ধর। উদ্ধারের পর তার শরীরে কোনো স্পন্দন না থাকায় পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করা হয়। বর্তমানে লাশটি এসএমসিএইচ এর মর্গে রয়েছে।”
Comments are closed.