Also read in

এইচএস এলসি এবং হাই মাদ্রাসা পরীক্ষার ফল বেরোলো, মেধাতালিকায় বরাকের স্থান নেই

বহু প্রতীক্ষিত হাইস্কুল লিভিং সার্টিফিকেট এবং হাই মাদ্রাসা পরীক্ষার ফলাফল ঘোষণা হল। মেধাতালিকায় বরাক উপত্যকার কোন পরীক্ষার্থী স্থান করে নিতে পারেননি। পাশের হার ৬০.২৩ শতাংশ। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ২০২৫০৮। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৪৮৫৯৯ জন, দ্বিতীয় বিভাগে উত্তীর্ণের সংখ্যা ৭১০২০ তৃতীয় বিভাগ পেয়েছে ৮২৮৮৯ জন পরীক্ষার্থী।

সর্ব মোট ৬০০ নম্বরের মধ্যে ৫৯৪ পেয়ে প্রথম স্থান পেয়েছে নারায়ণপুরের শংকরদেব শিশু বিদ্যানিকেতনের মেঘাশ্রী বরা।

৫৯৩ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে দুইজন: ডন বস্কো হাইস্কুল, যোরহাটের চিন্ময় হাজারিকা ও সেন্ট মেরিজ হাই স্কুল, গুয়াহাটির প্রত্যাশা মেধী।

তৃতীয় (৫৯১): আফ্রিন আহমেদ, কৃষ্ট জ্যোতি স্কুল, নগাঁও

অনুশ্রী ভূঁইয়া, সেন্ট মেরিজ এইচএস স্কুল, গুয়াহাটি

চতুর্থ (৫৯০): কৃষ্টি শইকীয়া, সেন্ট মেরিজ এইচএস স্কুল গুয়াহাটি

পঞ্চম (৫৮৯): ফাল্গুনী শর্মা, সেন্ট জনস হাই স্কুল, বাক্সা

লবজ্যোতি দাস, ডন বস্কো এইচএস স্কুল, ডিব্রুগড়

উপাসা মোদৈ, গোলাঘাট জাতীয় বিদ্যালয়, গুয়াহাটি

তৌসিফ তামান্না রহমান, সেন্ট মেরিজ হাই স্কুল, নর্থ লক্ষ্মীমপুর

প্রিয়ঙ্কা কলিতা, অসম জাতীয় বিদ্যালয়, গুয়াহাটি

ষষ্ঠ (৫৮৮) : রাজশ্রী পাঠক, বরপেটা সরকারী এইচএস স্কুল

অভিপ্সা দাস, বরপেটা সরকারি এইচএস স্কুল, বরপেটা

সরমিন হুস্নাট, সেন্ট্রাল গার্লস হাই স্কুল, গোয়ালপাড়া

অনুরাগ বর্মন, উদয়ন শান্তিনিকেতন, বেজেরা

প্রিয়ম কাশ্যপ, পাইওনিয়ার একাডেমী, পুঠিমারী

সপ্তম (৫৮৭): অলয় বরগোহাই, সেন্ট মেরিজ স্কুল, উত্তর লখিমপুর

অংকুরাজ কাশ্যপ, পুরনো গুদাম আর কে বি এইচ এস স্কুল

দিপজ্যোতি শর্মা, সেন্ট মেরিজ স্কুল, নর্থ লক্ষ্মীপুর

নিকিতা কলিতা, লিটল ফ্লাওয়ার স্কুল, নলবাড়ি

অষ্টম (৫৮৬) : ইভান কাশ্যপ কলিতা, সেন্ট জোন্স হায়ার সেকেন্ডারি স্কুল, বাক্সা

ঈশান্ত ভূঁইয়া, নগাঁও সরকারি বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়

বর্ষা ডেকা, আগডালা চারিআলী হাই স্কুল, কামরুপ রুরাল

দীপ শইকীয়া, ননৈ এইচএস স্কুল, নগাও

দেবাশ্রী শইকীয়া, গৌরী সাগর ইনস্টিটিউশন নগাঁও

নিশিতা খাটানিয়ার, পি কে এস এইচ এস স্কুল, নগাও

নবম ( ৫৮৫) : হীরক জ্যোতি চৌধুরী, পাঠশালা শিক্ষাপীঠ আদর্শ হাই স্কুল, বরপেটা

জাফরিন আরা আহমেদ, হ্যাপি চাইল্ড ইংলিশ স্কুল, শিপাঝার

ইরফান হক, খ্রিস্ট জ্যোতি স্কুল, নগাও

দীপ শেখর কলিতা, বিবেকানন্দ বিদ্যা নিকেতন, টিহু

অর্চিতা দোয়েরা, সেন্ট জোসেফ হাইস্কুল মরানহাট

দশম (৫৮৩) : উদ্দীপ্ত কলিতা, উত্তর বজালী হাইস্কুল, বরপেটা

অনির্বাণ দত্ত, বিএল বেরিয়া সরস্বতী শিশু মন্দির, ডিব্রুগড়

অচ্যুত কুমার চেতিয়া, গোলাঘাট জাতীয় বিদ্যালয়,গোলাঘাট

মনীষা মালাকার, শংকরদেব বিদ্যানিকেতন, হাজো

অনির্বাণ দত্ত, বিএল বেরিয়া সরস্বতী শিশু মন্দির ,ডিব্রুগড়

অচ্যুত কুমার চেতিয়া, গোলাঘাট জাতীয় বিদ্যালয় , গোলাঘাট

মনীষা মালাকার, শংকরদেব বিদ্যানিকেতন, হাজো

বিতোপন কলিতা, অরুণোদয় ইএম হাইস্কুল, মির্জা, কামরূপ

সঙ্গীক বণিক, ডন বস্কো হাইস্কুল,হোজাই

মিন্টু গায়ন, পুরানিগুদাম আরকেবিএইচএস স্কুল, নগাও

দিপজ্যোতি শর্মা, শংকরদেব বিদ্যানিকেতন, টিহু

আসাম হাই মাদ্রাসা পরীক্ষায় সর্বমোট ৯৪৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৬১ নম্বর পেয়ে প্রথম হয়েছে সেলিম আহমেদ , দ্বিতীয় আবদুল আজিজ (৫৫৩), তৃতীয় ইলিয়াস আলী (৫৪৭)।

 

Comments are closed.