Also read in

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা

২০১৯ সালের বন্ধের তালিকা সরকারিভাবে প্রকাশিত না হওয়ায় স্কুল ফাইনাল অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ করতে পারছে না আসাম মাধ্যমিক শিক্ষা পর্ষদ। সেবার কার্যালয়ে অনুষ্ঠিত আজকের বৈঠকে আলোচনা ক্রমে আসন্ন মাধ্যমিক পরীক্ষা নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রথমবারের মত এবার প্রতিটি উত্তরপত্রে থাকছে বারকোড। উত্তর পত্রের প্রথম পৃষ্ঠায় থাকবে প্রশ্নের ক্রমিক নম্বর অনুযায়ী মূল্যায়নের সুবিধা। পরীক্ষা চলাকালীন অতিরিক্ত উত্তরপত্র নিলে নিরীক্ষককে বিবরণ লিখে রাখতে হবে। উত্তরপত্রে সংক্ষিপ্ত স্বাক্ষরের পরিবর্তে নিরীক্ষককে সম্পূর্ণ নাম সহযোগে স্বাক্ষর করতে হবে।

গণিত এবং ঐচ্ছিক গণিত উত্তরপত্রে রোল করা থাকবে না অর্থাৎ সাদা থাকবে। ছাত্র-ছাত্রীদের কালো কালিতে উত্তর দিতে হবে। প্রতিটি পরীক্ষা গ্রহণ কেন্দ্রে সিসিটিভির মাধ্যমে সবকিছু স্পষ্টভাবে রেকর্ড করে রাখার জন্য সেবার তরফ থেকে নির্দেশিকা পাঠানো হবে।

এ বৎসর মাধ্যমিক পরীক্ষা ৮৫৭টি কেন্দ্রে নেওয়া হবে। গত বছরের তুলনায় পরীক্ষা কেন্দ্রের সংখ্যা আরও পাঁচটি বৃদ্ধি করা হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে মোটামুটি ৩ লাখ ৫৩ হাজার। প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো মাঘবিহুর পরে নেওয়া হবে।

Comments are closed.