Also read in

সেবা'র মাধ্যমিক পরীক্ষার ফলাফল ১৫ মে

 

সেবা’র মাধ্যমিক ও উচ্চ মাদ্রাসা পরীক্ষার ফলাফল বেরোবে আগামী ১৫ মে। আসাম মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণা করে জানিয়েছে, উভয় পরীক্ষার ফলাফলই অনলাইনে পাওয়া যাবে ১৫ মে সকাল নটায়। শিক্ষার্থীরা সকাল ১১ টা থেকে নিজের স্কুল থেকে তাদের মার্কশিট সংগ্রহ করতে পারবে।

এখানে উল্লেখ করা যেতে পারে, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ইংরেজি পরীক্ষার মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার শুরু হয়েছিল এবং শেষ পরীক্ষাটি ছিল ২ মার্চ, ২০১৯। বিভিন্ন বিষয়ের প্র্যাকটিকাল পরীক্ষা হয়েছিল ২২ ও ২৪ জানুয়ারি। এখানে আরও উল্লেখ করা যেতে পারে, সর্বমোট ৩,৫৪,১৪৩ জন শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসেছিল।

গতবছর অর্থাৎ ২০১৮ সালে কাছাড় জেলায় ১৮৪০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৩৪৭ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। তারমধ্যে প্রথম বিভাগে ২৩৬৭, দ্বিতীয় বিভাগে ৩৮৪২, তৃতীয় বিভাগে ৩১৬৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল। পাশের হার ছিল ৫০.৭৮। করিমগঞ্জে ১০২৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬২৫ উত্তীর্ণ হয়েছিল। এর মধ্যে প্রথম বিভাগে ১৩৫০, দ্বিতীয় বিভাগে ১৯৫৭, তৃতীয় বিভাগে ১৩১৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল। পাশের হার ছিল ৪৫.২২%। হাইলাকান্দি জেলায় পরীক্ষায় বসে ছিল ৬৩৪৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৩২৬২ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। অর্থাৎ পাসের হার ছিল ৫১.৪১%। এর মধ্যে প্রথম বিভাগে ৯২৮, দ্বিতীয় বিভাগে ১৪৮৮, তৃতীয় বিভাগে ৮৪৬ জন উত্তীর্ণ হয়েছিল।

আমরা যদি গত বছরের পরীক্ষার ফলাফলের দিকে পিছন ফিরে তাকাই, তাহলে অবশ্যই বলা যায়, করিমগঞ্জের স্বপ্ননীল ভট্টাচার্য বরাক উপত্যকাকে গর্বিত করে তুলেছিল। বেবিল্যান্ড ইংলিশ হাই স্কুলের ছাত্র স্বপ্ননীল ৫৮৪ নম্বর নিয়ে মেধা তালিকার দশম স্থান অধিকার করেছিল। অন্যদিকে শোণিতপুরের মুনলিট হাই স্কুলের ছাত্র রক্তিম ভূঁইয়া ৫৯৩ নম্বর নিয়ে শীর্ষস্থান দখল করেছিল।

এবছর বরাক উপত্যকার পরীক্ষার্থীরা পাশের হারে গত বছরকে ছাড়িয়ে যাবে কিনা কিংবা মেধা তালিকায় আরও বেশি সংখ্যক ছাত্র-ছাত্রী নিজেদের স্থান দখল করতে পারবে কিনা তা জানতে অবশ্যই ১৫ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Comments are closed.