Also read in

স্কুল ফাইন্যাল এবং হাই মাদ্ৰাসার ফল বেরোচ্ছে কাল সকাল ৯টায়, জেনে নিন কিভাবে পাবেন এই ফল

আগামীকাল (১৫ মে’ ২০১৯) ঘোষণা করা হবে হাইস্কুল শিক্ষান্ত এবং হাই মাদ্ৰাসা পরীক্ষার ফলাফল। সকাল ৯টা বাজার সাথে সাথেই ঘোষণা করা হবে ফলাফল। ওয়েবসাইট এবং SMS দ্বারা জানা যাবে এই পরীক্ষার ফলাফল। ৩টি সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে মেট্ৰিক এবং হাই মাদ্ৰাসার ফলাফল। সকাল ১১ টায় পরীক্ষাৰ্থীরা সার্টিফিকেট ও হাতে পেয়ে যাবে নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ।

যে সকল ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানা যাবে সেগুলো হল –

sebaonline.org

resultsassam.nic.in

এই তিনটি সরকারি ওয়েবসাইট ছাড়াও নিম্ন লিখিত ওয়েবসাইট গুলো থেকে ও ফলাফল জানা যাবে।

www.examresults.net

www.examresults.net/assam/

www.indiaresults.com

exametc.com

iresults.net

yesresult.com

www.result.shiksha

www.assam.shiksha

www.assamonline.in

assamjobalerts.com

assamresult.in

এস এম এসের মাধ্যমে ফলাফল জানতে ‘SEBA19 Roll Number’ 57766 নম্বরে SMS পাঠাতে হবে। এস এম এস পাঠাতে হবে বিএসএনএল নম্বর থেকে।

Comments are closed.

error: Content is protected !!