সচিব বিজেন্দ্রই, সভাপতি দিপায়ন, সহ-সভাপতি সুবিমল ! শাসকগোষ্ঠীর প্যানেল তৈরি
শিলচর জেলা ক্রীড়া সংস্থার সচিব পদে আবারও আসছেন বিজেন্দ্র প্রসাদ সিং। দুদিন আগেই এ নিয়ে বরাক বুলেটিন এক খবর প্রকাশ করেছিল। সোমবার শাসক গোষ্ঠীর প্যানেলে বিজেন্দ্রর নামে সিলমোহর পড়েছে। সূত্রের খবর সোমবার সন্ধ্যা থেকেই প্রচারও শুরু করে দিয়েছেন বিজেন্দ্র। তবে সভাপতি পদ নিয়ে এখনও জট কাটেনি। সম্ভবত মঙ্গলবার এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিধায়ক দিপায়ন চক্রবর্তী। নাটকীয় কিছু না ঘটলে শিলচরের বিধায়কই সভাপতি পদে দাঁড়াচ্ছেন। এক সূত্র মতে জানা গেছে, শাসকগোষ্ঠীর প্যানেল মোটামুটি তৈরি হয়ে গেছে। তবে সভাপতি, সহ-সভাপতি, সহ-সচিব (প্রশাসন ) এবং কোষাধক্ষ পদ নিয়ে রয়েছে জটিলতা।
সূত্রমতে জানা গেছে, কয়েক দফা বৈঠকের পর ও শাসকগোষ্ঠী কয়েকটি পদের জটিলতার সমাধান করতে পারেনি। আসলে গত দুদিনে একাধিক পদে বেশ কয়েকটি নতুন নাম উঠে এসেছে। ফলে সমস্যা সৃষ্টি হয়েছে। সুবিমল ধর এখনো ঝেড়ে কাশতে চাইছেন না। তবে তাকে অন্যতম সহ-সভাপতি হিসেবে রাখা হয়েছে। প্রথমে শোনা যাচ্ছিল সহসভাপতি পদে রয়েছেন লক্ষীপুরের কৌশিক রায়। তবে আজ যে প্যানেল তৈরি হয়েছে তাতে নাম নেই তার। বরং নতুন নাম হিসেবে উঠে এসেছেন প্রসেনজিৎ ভট্টাচার্য। বাকি সহ-সভাপতিরা হলেন
সিদ্ধার্থ শংকর ভট্টাচার্য, অজয় চক্রবর্তী, রতন সিং, নন্দদুলাল রায় এবং মৃদুল মজুমদার।
প্রাথমিকভাবে যে খসড়া প্যানেল তৈরি হয়েছিল তাতে সহ-সচিব হিসেবে ছিলেন দেবাশীষ সোম (প্রশাসন)। তবে তাতে রদবদল হয়েছে। দেবাশীষের পরিবর্তে নতুন নাম এসেছে আশীষ চক্রবর্তীর। দেবাশীষকে তার আগের দায়িত্বেই রাখা হয়েছে। অর্থাৎ তিনি থাকছেন গ্রাউন্ড সচিব হিসেবেই। অন্য দুইজন সহ-সচিব হলেন চন্দন শর্মা ( মেজর) এবং অরিজিৎ গুপ্ত (আদার্স)। তবে আশীষ চক্রবর্তীর নাম আসতেই শাসকগোষ্ঠীর মধ্যেই তীব্র অসন্তোষ ও দেখা দিয়েছে। ফলে শেষ মুহূর্তে আশীষের নাম বাদ পড়লে আশ্চর্য হওয়া যাবে না। কোষাধ্যক্ষ হিসেবে অনিমেষ সেনগুপ্তর নাম শোনা গেলেও এবার এই পদে ও পরিবর্তন আনতে চাইছে শাসক লোবি।
ক্রিকেট সচিব হিসেবে থাকছেন নিরঞ্জন দাস। তবে ফুটবল বিভাগে আসছেন উত্তম চৌধুরী। তিনি বিকাশ দাসের জায়গা নিচ্ছেন। ইনডোর সচিব হিসেবে নাম রয়েছে অনিমেষ চন্দ র। তবে এই বিভাগে আরো দুজন নিজেদের দাবি পেশ করেছেন। তারা হলেন নবেন্দু সিনহা ও নিতাই পাল। কাজেই ইন্ডোর সচিবের জন্য ত্রি মুখী লড়াই হচ্ছে। আম্পায়ার সচিব হিসেবে থাকছেন হিমাদ্রিশেখর দাস। মাইনর গেমস সচিব হিসাবে আসছেন সত্যজিৎ দাস। বলস বিভাগে আসছেন বিজেপি র কর্মকর্তা মাধব সাহা। সুইমিং সচিব হিসেবে নাম রয়েছে সুখেন সরকারের। যদিও আশুতোষ রায় ও এই পদ নিয়ে নিজের দাবি পেশ করেছেন। দেখার বিষয় হবে শাসক লবির প্যানেলে আর কোনো রদ বদল ঘটে কিনা।
Comments are closed.