
শিলচর শহরে চাঞ্চল্যকর ঘটনা: অপরিচিত মহিলার দায়ের কোপে গুরুতর আহত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী
আজ দিনদুপুরে এক চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হলো শিলচর শহরের ঘনিয়ালা এলাকায়। অজ্ঞাত পরিচয় এক মহিলার দায়ের কোপে গুরুতর আহত হলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ৬৫ বছর বয়স্ক আনোয়ার হোসেন মজুমদার। স্থানীয় জনগণের সহযোগিতায় সংকটজনক অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আজ দুপুরে শিলচর শহরের মালুগ্রাম এলাকার ঘনিয়ালা মসজিদ রোডে। ঘনিয়ালা এলাকার তিন নম্বর ওয়ার্ডের ১৮ নং ঘরে ভাড়াটে হিসেবে স্ত্রীর সাথে বসবাস করছিলেন আনোয়ার হোসেন মজুমদার। আজ দুপুরে আচমকা এক অজ্ঞাত পরিচয় মহিলা ঘরে প্রবেশ করে দা দিয়ে আঘাত করেন আনোয়ারকে । ওই মহিলাটি কে, কি তার পরিচয় এবং আনোয়ার হোসেনের উপর এই হামলা চালানোর কি কারণ তা এখন পর্যন্ত রহস্যাবৃত। বাড়ির মালিকের কথামতো পারিবারিক কলহের কারণে এই ঘটনা সংঘটিত হয়ে থাকতে পারে। বিস্তারিত তথ্য আসলে এই ঘটনার ভেতরের রহস্য কিছুটা খোলাসা হতে পারে। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Comments are closed.