
বরিষ্ঠ সাংবাদিক বিশ্বজিৎ রায় বর্মণ প্রয়াত, শোকের ছায়া অনুরাগী মহলে
প্রয়াত হয়েছেন যুগশঙ্খ পত্রিকা গোষ্ঠীর বার্তা সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ রায় বর্মণ। প্রায় এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি, শুক্রবার সকালে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৮ বৎসর । বরিষ্ঠ সাংবাদিক কবি অতীন দাশের জামাতা ছিলেন তিনি।
পরিবারিক সূত্র অনুযায়ী কিছুদিন ধরে অসুস্থ ছিলেন বিশ্বজিৎ রায় বর্মণ। একসময় শিলংয়ের নেইগ্রিমস হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল, তবে সেটা সম্ভব হয়নি। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে শুক্রবার সকালে মৃত্যু হয়েছে তার|
যুগশঙ্খ পত্রিকা গোষ্ঠী ছাড়াও আকাশবাণী শিলচর সহ বেশকিছু প্রতিষ্ঠানে কাজ করেছেন বিশ্বজিৎ। আকাশবাণী শিলচরের সঞ্চালক হিসেবে অত্যন্ত সুনাম ছিল তার। বিশেষ করে যুববাণী অনুষ্ঠানটি সঞ্চালনার জন্য অত্যন্ত জনপ্রিয় ছিলেন। যুগশঙ্খ পত্রিকা গোষ্ঠীর গুয়াহাটি সংস্করনের বার্তা সম্পাদক হিসেবে দীর্ঘ কয়েক বছর দায়িত্ব পালন করেছেন। প্রায় তিন বছর ধরে কার্যালয় থেকে গুয়হাটির দায়িত্ব পালন করছিলেন তিনি। একজন দক্ষ সম্পাদক হওয়ার পাশাপাশি খুব ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
স্ত্রী অনন্যা রায় বর্মন, ছেলে আর্য এবং মেয়ে ময়ূরী সহ অসংখ্য গুণমুগ্ধকে রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে সংবাদ মহলে শোকের ছায়া নেমে এসেছে।
Comments are closed.