Also read in

সেপ্টেম্বর ৮, কোভিড আপডেট: কাছাড়ে ৯৬, করিমগঞ্জে ৮২ এবং হাইলাকান্দিতে ৩২ পজিটিভ, মেডিকেলে মৃত ২

কাছাড় জেলা প্রশাসন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার কাছাড় জেলায় ৯৬ জন ব্যক্তি নতুন করে কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছেন। এর মধ্যে ৭৩ জন রেপিড টেস্টের মাধ্যমে সনাক্ত হয়েছেন। করিমগঞ্জ জেলায় ৮২ জন এবং হাইলাকান্দিতে ৩২ জন নতুন করে করোণায় আক্রান্ত হয়েছেন।

 

এদিকে মেডিকেল কলেজ হাসপাতালে আরো দুজন ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী এরা হলেন শিলচর ন্যাশনাল হাইওয়ের শানু সূত্রধর (৩৭) এবং ক্লাব রোড এর কালিব্রত দেব (৭২)।

শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন রোগী সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। এর মধ্যে কেবল ১৬ জনের স্থান হয়েছে আইসিইউতে । বাকি ৯ জন কোভিড ওয়ার্ডে রয়েছেন। আই সি ইউ তে একজন ভেন্টিলেশনে রয়েছেন এবং সর্বমোট ৪৬ জন রোগীকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে।

করিমগঞ্জ জেলায় মঙ্গলবার ৮৫০ জনকে পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮২ জন কোভিড পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এরমধ্যে ৪২ জনকে রেপিড টেস্টের মাধ্যমে এবং ৪০ জন আরটিপিসিআর টেস্টে শনাক্ত করা হয়েছে। করিমগঞ্জে মঙ্গলবার ৯৫ জন রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে।

হাইলাকান্দি জেলায় কোভিড সংক্রমণের সংখ্যা কয়েক দিন ধরে কিছুটা কম রয়েছে। ৬৪৯ জনকে পরীক্ষা করে ৩২ জনকে পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে ২৩ জনকে রেপিড টেস্টের মাধ্যমে শনাক্ত হয়েছেন।

Comments are closed.