Also read in

লাগাতার টাকা ছিনতাই : শেষমেশ সাময়িক বরখাস্ত হলেন তারাপুর থানার ইনচার্জ যাদব ডেকা

গত একমাসে তারাপুর থানার অধীনে বিভিন্ন এলাকায় দিনের আলোয় পরপর তিনবার টাকা ছিনতাই করেছে দুষ্কৃতীরা। এর দায়ে সাময়িক বরখাস্ত হলেন তাঁরাপুর থানার ইনচার্জ যাদব ডেকা। কাছাড় জেলার ডিএসপি হেডকোয়ার্টার ভার্গব সঞ্জীবন গোস্বামী জানিয়েছেন, পর্যাপ্ত পুলিশ থাকা সত্ত্বেও এলাকায় নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন ইনচার্জ যাদব ডেকা, এর শাস্তি স্বরূপ তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ বিভাগ। এবার কোনও তরুণ, উদ্যমী পুলিশ আধিকারিককে সেখানে নিযুক্ত করা হবে যাতে এধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়।

সোমবার দুপুর একটা নাগাদ রামনগর রেলওয়ে ক্রসিং (২ নং গেট) সংলগ্ন এলাকায় প্রকাশ্যে তিন লক্ষ টাকা ছিনতাই হয়। রেল বিভাগের প্রাক্তন ইঞ্জিনিয়ার প্রজেশ চন্দ্র ঘোষ তারাপুর ইউবিআই থেকে টাকা তুলে বাড়ি ফেরার সময় কালো পালসার বাইকে চড়ে আসা দুই দুষ্কৃতী তার ওপর হামলা চালিয়ে তিন লক্ষ টাকা ছিনতাই করে। গত সপ্তাহে তারাপুর পুলিশ থানার সামনে থেকে পৌনে তিন লক্ষ টাকা ছিনতাই হয়েছিল, সেটাও দিনের আলোয় এবং সেই কালো পালসার বাইকে চড়ে আসা দুষ্কৃতীদের হাতে। প্রায় এক মাস আগে তারাপুর থানার সামনে থেকে এভাবেই তিন লক্ষ টাকা ছিনতাই হয়েছিল।

একের পর এক ছিনতাইয়ের ঘটনা প্রকাশ্যে দিবালোকে ঘটে যাচ্ছে, অথচ পুলিশ কিছুতেই সুরাহা করতে পারছে না। গত সপ্তাহে ছিনতাইয়ের ঘটনার পর পুলিশ সুপার নিজে তারাপুর থানায় গিয়েছিলেন, তিনি জানিয়েছিলেন এলাকায় নিরাপত্তা আরও কঠোর করা হবে। তবে দুষ্কৃতীরা এতে একেবারেই ঘাবড়ে যায়নি বরং প্রকাশ্যে একের পর এক ঘটনা ঘটিয়েই যাচ্ছে।

সোমবার দুপুরের ঘটনার পর পুলিশ বিভাগ নড়েচড়ে বসে। ডিএসপি, হেডকোয়ার্টার, ভার্গব সঞ্জীবন গোস্বামী তারাপুর থানার ইনচার্জ যাদব ডেকাকে তৎক্ষণাৎ সাময়িক বরখাস্ত করেন। তিনি বলেন, “জেলার অন্যান্য থানার মতোই তারাপুর থানার অধীনে পর্যাপ্ত পুলিশ বাহিনী রয়েছে, তথাপি তাদের ঠিকমতো ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন যাদব ডেকা। তাই তাকে শাস্তিমুলক ভাবে সাময়িক বরখাস্ত করা হচ্ছে। আমরা কোনও তরুণ পুলিশ আধিকারিককে এখানে মোতায়েন করব এবং এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী পাঠানো হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা আমাদের সবথেকে বড় কর্তব্য, একজন আধিকারিক সেটা পালন করতে ব্যর্থ হয়েছেন বলে গোটা পুলিশ বাহিনী ব্যর্থ নয়। আমরা আগামীতে এলাকায় এধরনের ঘটনার পুনরাবৃত্তি কোনভাবেই দেখতে চাইনা।

Comments are closed.